• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

চীনা সেনাকে ফেরত দিলো ভারত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২১ অক্টোবর ২০২০, ১২:৫৯
india border china
ছবি- সংগৃহীত

রাস্তা ভুলে ভারতীয় সীমান্ত অতিক্রম করে ফেলেছিলেন চীনের এক সেনা সদস্য। তাকে আটক করার পর ফেরত দিয়েছে ভারত কর্তৃপক্ষ।

চীনের সামরিক বাহিনীর সংবাদপত্র পিপল’স লিবারেশন আর্মি ডেইলির এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

বুধবার সকালে তাকে চীনা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

চীনা এই সৈন্যকে লাদাখের চুমার-ডেমচক এলাকা থেকে আটক করা হয়েছে এবং তাকে কর্পোরাল ওয়াং ইয়া লং বলে শনাক্ত করা হয়েছে, সোমবার এমনটি জানিয়েছিল ভারতীয় সেনাবাহিনী।

ওই সৈন্যকে মঙ্গলবার রাতে ফেরত দেয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। চীনের গণমুক্তি ফৌজের কাছে হস্তান্তরের আগে ইয়া লংকে ভারতের চীন বিষয়ক বিশেষজ্ঞরা জিজ্ঞাসাবাদ করেছেন বলে জানিয়েছে তারা।

চলতি বছরের জুনে গালওয়ান সংঘর্ষের পর থেকেই ভারত-চীন সম্পর্ক তলানিতে। নিয়ন্ত্রণরেখা বরাবর মুখোমুখি দাঁড়িয়ে দুই দেশের সেনা।

লাদাখে দুই দেশ প্রায় ৫০ হাজার সেনা মোতায়েন করেছে। প্রবল শীতেও সংঘাতের আশঙ্কা তীব্র। দুই দেশের পক্ষ থেকেই প্রস্তুতি ও রসদের যোগান বাড়ানো হচ্ছে। তার মধ্যেই চীনা সেনা ধরা পড়ার ঘটনায় উত্তেজনা ছড়ায়। ভারত আজ ওই চীনা সেনাকে হস্তান্তরিত করল।

ওয়াই/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৮ দিনেও দস্যুদের সঙ্গে যোগাযোগ করা যায়নি
বাংলাদেশের জন্য পেঁয়াজ কিনছে ভারত
‘শেখ মুজিব কেবল বাংলাদেশের বন্ধু নন, তিনি ভারতেরও বন্ধু’
বাংলাদেশি জাহাজ উদ্ধারে অভিযান চালাবে ভারতীয় নৌবাহিনী
X
Fresh