• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

রাশিয়া ও চীনের সঙ্গে অস্ত্র চুক্তি করল ইরান

আরটিভি নিউজ

  ২০ অক্টোবর ২০২০, ১৩:০৫
iran, missile, usa,
ইরানের ক্ষেপণাস্ত্র

জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার একদিন পরেই রাশিয়া ও চীনের সঙ্গে অস্ত্র চুক্তি করেছে ইরান।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি কাতারভিত্তিক আল-জাজিরা টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ইরানের বিমান বাহিনীর সম্প্রসারণ ও উন্নয়নের জন্য মস্কোর সঙ্গে তেহরান গুরুত্বপূর্ণ চুক্তি করেছে। এছাড়া তিনি আরও জানান, জাতিসংঘের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর তার দেশের অস্ত্র রপ্তানি ও অন্য দেশ থেকে অস্ত্র আমদানি করার উপযুক্ত সুযোগ সৃষ্টি হয়েছে। শুধু তাই নয়, নিষেধাজ্ঞা উঠে যাবার পর এখন তার দেশ ক্ষেপণাস্ত্র রপ্তানি করতে পারবে।

মধ্যপ্রাচ্যে সমরাস্ত্র প্রতিযোগিতা শুরু করার ব্যাপারে সতর্ক করে দিয়ে তিনি বলেন, এ অঞ্চলে অস্ত্র প্রতিযোগিতা শুরু হলে গোটা মধ্যপ্রাচ্য বারুদের স্তুপে পরিণত হবে। ইরান পারস্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গেও সামরিক ও নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করতে প্রস্তুত রয়েছে।

জেনারেল হাতামি স্পষ্ট করে জানান, ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনও অবস্থায় আমেরিকার সঙ্গে আলোচনা করবে না।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বজুড়ে যুদ্ধ ও অস্ত্র প্রতিযোগিতা বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
X
Fresh