• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ইমরানের বিশেষ সহকারী করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২০ অক্টোবর ২০২০, ১২:৩৭
PM's special assistant Sania Nishtar tests positive for coronavirus
সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিশেষ সহকারী সানিয়া নিশতার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার তার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।

করোনা রিপোর্ট পজিটিভ আসার পর থেকে আইসোলেশনে রয়েছেন নিশতার। তার শরীরে মৃদু লক্ষণ রয়েছে।

নিশতার এক টুইট বার্তায় জানিয়েছেন, আমার কোভিড ১৯ পজিটিভ হয়েছে এবং আমি আইসোলেশনে রয়েছি। আমার হালকা লক্ষণ রয়েছে এবং এজন্য আমি বাসা থেকে কাজ চালিয়ে যাবো।

নিশতার বর্তমানে পাকিস্তান প্রধানমন্ত্রী দারিদ্র্য বিমোচন এবং সামাজিক সুরক্ষা বিষয়ক বিশেষ সহকারীর দায়িত্ব পালন করছেন।

কয়েকদিন আগে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী জাম কামাল খান করোনায় আক্রান্ত হন। তখন কামাল খান এক টুইট বার্তায় বলেন, আমার কোভিড টেস্ট পজিটিভ হয়েছে। এর কয়েকদিনের ব্যবধানে নিশতারও করোনায় আক্রান্ত হলেন।

এদিকে নিশতার করোনায় আক্রান্ত হওয়ার আগে ও পরে প্রধানমন্ত্রী ইমরান খানের সংস্পর্শে এসেছিলেন কিনা এ ব্যাপারে কিছু জানা যায়নি। এর আগে গত শুক্রবার পাঞ্জাবের দুই মন্ত্রী করোনা আক্রান্ত হয়েছেন। তারা হলেন- খাদ্যমন্ত্রী আবদুল আলিম খান এবং বাণিজ্য ও শিল্পমন্ত্রী মিয়া আসলাম ইকবাল।

আরও পড়ুনঃ

শক্তিশালী ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্রে সুনামি সতর্কতা

বেতন কম, তাই পদত্যাগ করতে পারেন বরিস জনসন

উল্লেখ্য, পাকিস্তানে ৩ লাখ ২৩ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬ হাজার ৬০০ জনের। আর সুস্থ হয়ে উঠেছে ৩ লাখ ৭ হাজার মানুষ।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh