• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

নয় মাসের অন্তঃসত্ত্বা ৫ মিনিটে দৌড়ালেন ১ কিলোমিটার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৮ অক্টোবর ২০২০, ১৯:০৫

সুস্থ সাধারণ কোনো মানুষ যেখানে প্রতি কিলোমিটার দৌঁড়াতে গড়ে সময় নেন ৯ থেকে ১০ মিনিট, সেখানে নয় মাসের গর্ভবতী নারী এক কিলোমিটর পথ অতিক্রম করলেন মাত্র পাঁচ মিনিটে। ঘটনা অবিশ্বাস্য হলেও সত্য! ক্যালিফোর্নিয়া ভিত্তিক সংবাদ মাধ্যম সাক্রামেন্টোরের সূত্র দিয়ে আনন্দবাজার এই খবর প্রকাশ করেছে।

একেতো করোনা, তারপর আবার গর্ভবতী। তাই নিজেকে ফিট রাখতে বেশ কিছুদিন ধরেই নিজেকে ফিট রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাসিন্দা মকেন্না। সবশেষ নিজের কাছে নিজেই প্রমাণ দিলেন! নয় মাসের বাচ্চা পেটে নিয়েই নেমে যান। এ ঘটনায় প্রেরণা দিতে মাঠে উপস্থিত হন তার স্বামী। অবশ্য ট্র্যাকে নামার আগে কয়েকদফা ডাক্তারদের পরামর্শ নেন। সম্পন্ন করেন বিভিন্ন ধরণের চেকআপ।

মকেন্না জানান, কিছুটা শংকা নিয়েই ট্র্যাকে নামেন তিনি। দৌঁড় শেষে দেখা যায়, মাত্র ৫ মিনিট ২৫ সেকেন্ডেই অতিক্রম করে ফেলেন ১ কিলোমিটার পথ। তার পরিবারের সদস্যরা চেষ্টা করছেন, এটি কোনো রেকর্ড বুকে জায়গা পায় কিনা।

এমএস/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh