• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বুদ্ধিমানরা আমাকে ভোট দেবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৭ অক্টোবর ২০২০, ১১:৪৭
Intelligent people will vote for me says President Trump
সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের এক প্রায় দুই সপ্তাহ আছে। এরই মধ্যে নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যেটিক প্রার্থী জো বাইডেন। কিন্তু নির্বাচনী প্রচারে নিজের সহজাত আচরণ অব্যাহত রেখেছেন।

বৃহস্পতিবার এক নির্বাচনী প্রচারে সেটা আরও একবার প্রমাণ করলেন তিনি। এদিন তিনি বলেন যে, কারা তার বিরুদ্ধে ভোট দেবে। ট্রাম্পের এই মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে।

নির্বাচনী সমাবেশের একটি ভিডিওতে দেখা যায়, ট্রাম্প বলছেন যেসব রাজ্যে ‘বুদ্ধিমান’ লোকেদের বাস সেসব রাজ্যে তিনি এগিয়ে রয়েছেন। নর্থ ক্যারোলিনার গ্রিনভিলে ওই সমাবেশে ট্রাম্প বলেন, আমি প্রেসিডেন্ট রাজনীতির ইতিহাসে সবচেয়ে খারাপ প্রার্থীর বিরুদ্ধে লড়াই করছি। আর যদি আমি হেরে যাই তবে এটা আমার ওপর অনেক চাপ সৃষ্টি করবে, যে আমি কিভাবে এ ধরনের লোকের কাছে হেরে গেলাম?

এসময় ট্রাম্প বলেন, যাইহোক, আমরা নর্থ ক্যারোলিনায় এগিয়ে আছি। আমি মনে করি যেখানে বেশি বুদ্ধিমান লোক আছে আমরা সেখানে এগিয়ে আছি।

এদিকে আগামী ৩ নভেম্বর আনুষ্ঠানিকভাবে মার্কিন নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এর আগে বিভিন্ন রাজ্যে আগাম ভোট অনুষ্ঠিত হচ্ছে। বার্তা সংস্থা এপি জানিয়েছে, এ পর্যন্ত ২ কোটি ২০ লাখ মানুষ আগাম ভোট দিয়েছে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের জন্য সহায়তা বিলে ভোট আজ
ভারতের লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোটদানের রেকর্ড
মিশা-ডিপজলের কাছে কত ভোটে হারলেন কলি-নিপুণ
ভোটগ্রহণ শেষ, কিছুক্ষণের মধ্যেই গণনা শুরু
X
Fresh