• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

শিক্ষক হত্যাকে ‘ইসলামি জঙ্গি হামলা’ বললেন ম্যাক্রোঁ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৭ অক্টোবর ২০২০, ০৯:৪৫
French-police-shoot-man
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ

ফ্রান্সের একটি স্কুলে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র দেখানোয় শিক্ষককে গলাকেটে হত্যা করা হয়েছে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই ঘটনাকে ‘ইসলামপন্থী সন্ত্রাসী হামলা’ বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

শুক্রবার বিকেলে প্যারিসের উত্তর-পশ্চিমে এলাকার এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই পুলিশের গুলিতে নিহত হয় হামলাকারী।

এই ঘটনায় তদন্ত করছে ফ্রান্সের পুলিশ বিভাগ।

ঘটনাস্থল পরিদর্শন করেন ইমানুয়েল ম্যাক্রোঁ। এসময় তিনি বলেন, ‘মত প্রকাশের স্বাধীনতার শিক্ষা দিচ্ছিলেন বলে তাকে হত্যা করা হয়েছে।

নিহত ব্যক্তি প্রতিষ্ঠানটির ভূগোল বিভাগের শিক্ষক ছিলেন। কয়েকদিন আগে ক্লাসে বাক স্বাধীনতা বিষয় নিয়ে পড়ানোর সময় বিতর্কিত ম্যাগাজিন শার্লি এবদোর উদাহরণ দিয়েছিলেন।

গেল ১ সেপ্টেম্বর হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করে শার্লি এবদো। ২০১৫ সালে যে কার্টুনগুলো প্রকাশ করেছিল সেগুলো আবার প্রকাশ করে শিরোনামে আসে তারা।

ব্যঙ্গাত্মক এই কার্টুনগুলো ২০০৫ সালে ডেনমার্কের একটি পত্রিকা প্রথম প্রকাশ করেছিল। এরপর কয়েক বার শার্লি এবদো ব্যঙ্গাত্মক কার্টুন ছাপায়।

২০১৫ সালে ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশের পর বিশ্বব্যাপী ব্যাপক প্রতিবাদ শুরু হয়। সারা বিশ্বের মুসলমানেরা বিক্ষোভ করেন।

ওই কার্টুন প্রকাশের জেরে ২০১৫ সালে তাদের অফিসে হামলা চালানো হয়েছিল।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের ইফতার মাহফিল অনুষ্ঠিত
কঠিন গ্রুপে আর্জেন্টিনা, সহজ গ্রুপে ফ্রান্স
ফ্রান্সে গুগলের ২৫০ মিলিয়ন ইউরো জরিমানা
ফ্রান্সের উদ্দেশ্যে স্পিকারের ঢাকা ত্যাগ
X
Fresh