• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

বিহার নির্বাচনে লড়বেন ‘নকল মোদি’

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৬ অক্টোবর ২০২০, ১৮:৩২
modi’s lookalike abhinandan pathak contesting from hathua seat in Bihar election
সংগৃহীত

অবিকল যেন নরেন্দ্র মোদি! আর সেই জন্য গোটা দেশের মানুষ এখন তাকে চেনে। সেই অভিনন্দন পাঠক বিহার নির্বাচনে লড়বেন।

জানা গেছে, বিহারের হাথুয়া থেকে নির্বাচনে লড়বেন তিনি। বঞ্চিত সমাজ পার্টির হয়ে দাঁড়াবেন নরেন্দ্র মোদির মতো দেখতে অভিনন্দন।

অভিনন্দন পাঠক জানিয়েছেন, হাথুয়া একটি পিছিয়ে থাকা এলাকা। সেখানে বহু বছর ধরে কোনও উন্নয়নমূলক কাজ হয়নি। তাই নির্বাচনে জিতলে হাথুয়ায় ঢালাও উন্নয়নমূলক কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

অভিনন্দনের বাড়ি উত্তরপ্রদেশের সাহারানপুরে। তবে এখন তিনি বিহারের গোপালগঞ্জে থাকেন। অভিনন্দন বলেন বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর থেকে দেশবাসীকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করেননি। তাই তিনি দুঃস্থ মানুষদের সাহায্য করার জন্য এবার রাজনীতিতে নেমেছেন।

অভিনন্দন পাঠকের লড়াই অবশ্য সহজ হবে না। কারণ হাথুয়ায় তাকে লড়তে হবে মন্ত্রী রামসেবক সিংয়ের বিরুদ্ধে। ওই এলাকায় নীতিশ কুমারের সরকারের সমাজকল্যাণ দপ্তরের এই মন্ত্রীর বেশ দাপট রয়েছে।

উল্লেখ্য, আগামী ২৮ অক্টোবর বিহারের বিধানসভা নির্বাচন শুরু হবে। তিন দফায় ভোট গ্রহণ শেষে ভোটগণনা হবে ১০ নভেম্বর।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh