• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

তেলেঙ্গানায় অতিবৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে ৫০

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৬ অক্টোবর ২০২০, ১১:৪১
Torrential rains in Telangana leave 50 dead
সংগৃহীত

ভারতের তেলেঙ্গানায় গত কয়েকদিনের টানা অতিবৃষ্টিতে রাজ্যজুড়ে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজধানী হায়দরাবাদেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরেই ভারী বর্ষণ চলছে। তেলঙ্গনা ছাড়াও বৃষ্টি চলছে অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র এবং কর্নাটকে।

গত কয়েকদিন ধরে ভারতের টেক সিটির যে চিত্র দেখা গেছে তা ভয়াবহ। শহরের একাধিক রাস্তাঘাট ডুবে গেছে। পানি ঢুকেছে বহু বাড়িতে। বেশ কিছু বাড়ি ধসে পড়েছে। শুধু এই শহরেই এক শিশুসহ অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে।

নিহতদের মধ্যে বাড়ি ধসের ঘটনায় প্রাণ হারিয়েছেন বেশির ভাগ মানুষ। পানির তোড়ে খেলনার মতো ভেসে গেছে গাড়ি। স্রোতে এক ব্যক্তির ভেসে যাওয়ার ভিডিও-ও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতেই শহরটির পরিস্থিতির আঁচ পাওয়া যাচ্ছে।

তেলেঙ্গানার সরকার বলছে, এ পর্যন্ত ৫ হাজার কোটি রুপির ক্ষতি হয়েছে। তারা জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ তৎপরতা চলছে। এছাড়া হায়দরাবাদ এবং অন্যান্য অংশে স্বাভাবিক পরিস্থিতি ফিরতে শুরু করেছে।

তাৎক্ষণিকভাবে ১ হাজার ৩৫০ কোটি অর্থ সহায়তা দিতে কেন্দ্রের প্রতি আহ্বান জানিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। এদিকে প্রতিবেশী কর্নাটকেও পরিস্থিতি খারাপ। রাজ্যটির উত্তরাঞ্চলে বেশকিছু এলাকায় প্রচুর বৃষ্টিপাত হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে পদ্মশ্রী নিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা  
ভারত-পাকিস্তান সিরিজ প্রসঙ্গে রোহিতের সঙ্গে সুর মেলালেন আফ্রিদি
ভারতের পররাষ্ট্র সচিব যেদিন আসতে পারেন ঢাকায়
ভারত সিরিজ থেকে বাদ পড়লেন আম্পায়ার তানভীর
X
Fresh