• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

জম্মু কাশ্মীরে আবারও শুরু হচ্ছে উল শিল্প কার্যক্রম

অনলাইন ডেস্ক
  ১৪ অক্টোবর ২০২০, ২২:২৮
উল শিল্প

বিশ্বব্যাংকের অর্থায়নে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে উল শিল্প কার্যক্রম আবারও শুরু হচ্ছে। বিশ্ব ব্যাংকের ‘ঝিলাম তাবি বন্যা পুনরুদ্ধার প্রকল্প (জেটিএফআরপি)’ আওতায় এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এর মাধ্যমে জম্মু-কাশ্মীরে ঐতিহ্যের উল শিল্প ঘুরে দাঁড়াবে বলে মনে করা হচ্ছে।

ফিনান্সিয়াল পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, এই প্রকল্পপের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সায়েদ আবিদ রশীদ বলেন, এই প্রকল্প বাস্তবায়নের ফলে জম্মু-কাশ্মীরে একটা শিল্প বিপ্লব ঘটবে। বিশেষ করে ক্ষুদ্র কুটির শিল্প অনেকটা ঘুরে দাঁড়াবে। স্থানীয়ভাবে উলের বেশ চাহিদা রয়েছে জম্মু-কাশ্মীরে। ফলে এটা আরও সম্প্রসারিত হবে।

ভারত সংবিধানে ৩৭০ ধারার মাধ্যমে কাশ্মীরকে যে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল, সম্প্রতি তা বাতিল করে সরকার। ফলে এখন এই অঞ্চলে বাইরে থেকে যে কেউ বিনিয়োগ করার সুযোগ সৃষ্টি হয়।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh