• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আফগানিস্তানে দুটি সেনা হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ অক্টোবর ২০২০, ১৬:০৪
15 killed after two afghan air force helicopters collided in nawa
সংগৃহীত

আফগানিস্তানের দক্ষিণ হেলমান্দ প্রদেশে দুটি সামরিক হেলিকপ্টারের সংঘর্ষে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় টোলো নিউজ এ খবর প্রকাশ করেছে।

টোলো নিউজ জানিয়েছে, এই ঘটনা ঘটে যখন হেলিকপ্টারে করে কমান্ডোদের ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। পাশাপাশি ওই হেলিকপ্টারগুলোতে আহত সৈনিকদের হাসপাতালে নিয়ে আসার কাজও চলছিল।

এদিকে অন্য একটি সূত্র জানিয়েছে এই ঘটনায় এ পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। তবে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে সরকারিভাবে কোনও বিবৃতি জারি করা হয়নি।

স্থানীয় প্রাদেশিক গভর্নর ওমর জোয়াক বলেছেন, নবা জেলায় এই মারাত্মক ও মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। টোলো নিউজ জানিয়েছে, মঙ্গলবার রাতে এই দুর্ঘটনা ঘটেছে।

এই প্রদেশে গত কয়েকদিন ধরে প্রচণ্ড উত্তেজনা চলছে। লস্কর গাহ দখল করার জন্য পাশের দুটি প্রদেশ থেকে তালেবানরা স্থানীয় জঙ্গিদের সঙ্গে মিলিত হয়ে প্রচণ্ড হামলা চালাচ্ছে।

উল্লেখ্য, এটিই প্রথম হেলিকপ্টার দুর্ঘটনা নয়। এর আগে ২৪ সেপ্টেম্বরেও যান্ত্রিক ত্রুটির জন্য বেলঘানে হেলিকপ্টার ভেঙে গিয়েছিল। ওই ঘটনায় ২ জন পাইলটের মৃত্যু হয়েছিল।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০
পিকআপ-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
রানওয়েতে দুই বিমানের সংঘর্ষ, অল্পের জন্য বাঁচলেন ১৩৫ যাত্রী
ঈশ্বরদী রেল ক্রসিংয়ে মালবাহী দুই ট্রেনের সংঘর্ষ
X
Fresh