• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

‘মোদির গণভোটে’ বিজেপি এগিয়ে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১১ মার্চ ২০১৭, ১৪:৪৯

ভারতের ৫টি রাজ্যের বিধানসভা নির্বাচনে সবচেয়ে জনবহুল ও গুরুত্বপূর্ণ রাজ্য উত্তর প্রদেশ ও উত্তরাখন্ডে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ক্ষমতাসীন দল বিজেপি।

৪শ’ ৩ আসনের উত্তর প্রদেশে ম্যাজিক ফিগারে পৌঁছাতে ২শ’ ২ আসনের দরকার হলেও বিজেপি জিতেছে ৩শ’ ৮ আসনে। রাহুল-অখিলেশের কংগ্রেস-সমাজবাদী জোট পেয়েছে ৭৩ আসন।

উত্তরাখন্ডেও নিরঙ্কুশ জয় পেয়েছে মোদীর দল। রাজ্যের ৭০ আসনে বিজেপির অর্জন ৫৫ আসন। তবে পাঞ্জাবে বিজেপি-আকালিকে হটিয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে কংগ্রেস।

পাঞ্জাবের ১শ’ ১৭ আসনে নিরঙ্কুশ জয়ের জন্য ৫৯টি আসন দরকার হলেও কংগ্রেস জিতেছে ৮০ আসনে। বাকি দু’রাজ্য গোয়া ও মণিপুরে বিজেপি-আকালি জোটকে হটিয়ে জয়ের পথে কংগ্রেস। এ ভোটকে নরেন্দ্র মোদীর জন্য গণভোট হিসেবে দেখছেন রাজনৈতিক বোদ্ধারা।

এফএস/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh