• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

ফিলিস্তিন প্রেসিডেন্টকে হোয়াইট হাউসে আমন্ত্রণ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১১ মার্চ ২০১৭, ১০:০৯

ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার দু’নেতার মধ্যকার প্রথম ফোনালাপে এ আামন্ত্রণ জানান ট্রাম্প।

ফিলিস্তিনের প্রেসিডেন্টের মুখপাত্র নাবিল আবু রাধিনাহ জানান, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট আব্বাসকে হোয়াইট হাউস ভ্রমণে আমন্ত্রণ জানিয়েছেন। এ সফরে ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যকার শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে। হোয়াইট হাউস মুখপাত্র শন স্পাইসার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সফরে ইসরায়েলের অবৈধ অভিবাসনের ব্যাপারে প্রেসিডেন্ট আব্বাসের জোর দেয়া উচিত বলে মনে করেন ফিলিস্তিনের উচ্চপদস্থ কর্মকর্তারা।

প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব গ্রহণের পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর সঙ্গে একাধিকবার ফোনে কথা বলেছেন এবং হোয়াইট হাউসে সাক্ষাৎ করেছেন। ফিলিস্তিন সরকারের মধ্যে এ নিয়ে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।

সাক্ষাৎকালে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, এমন শান্তি প্রক্রিয়া দেখতে চাই যা দু’টি দেশের জন্য সমানভাবে কাজ করবে।

এফএস/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh