• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মার্কিন উপপররাষ্ট্র সচিব ঢাকায় আসছেন ১৪ অক্টোবর

আরটিভি নিউজ ডেস্ক

  ০৯ অক্টোবর ২০২০, ২২:৩৩
The US Deputy Secretary of State is coming to Dhaka on October 14
মার্কিন উপপররাষ্ট্র সচিব (সেক্রেটারি অব স্টেট) স্টিফেন ই. বিগান

যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্র সচিব (সেক্রেটারি অব স্টেট) স্টিফেন ই. বিগান আগামী ১৪ অক্টোবর বাংলাদেশ সফরে আসছেন। শুক্রবার (৯ অক্টোবর) ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্টিফেন ই. বিগান ১৪ থেকে ১৬ অক্টোবর বাংলাদেশ সফরকালে বাংলাদেশের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের অংশীদারিত্বের বিষয়টি পুনঃনিশ্চিত করবেন। বাংলাদেশ সফরে ডেপুটি সেক্রেটারি বিগান সকলের সমৃদ্ধির জন্য একটি স্বাধীন, অবাধ, অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ ও নিরাপদ ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার পাশাপাশি কোভিড-১৯ মোকাবিলা ও অর্থনীতি পুনরুদ্ধার এবং টেকসই অর্থনৈতিক উন্নয়ন প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারিত্ব ও যৌথ সহযোগিতা নিয়ে আলোচনা করবেন।

তার আগে ১২ অক্টোবর যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অব স্টেট ভারতের নয়া দিল্লিতে যাবেন। ১৪ অক্টোবর পর্যন্ত ভারতে অবস্থানকালে তিনি ভারতের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং ইন্ডিয়া-ইউএস ফোরামে প্রধান বক্তা হিসেবে মূল বক্তব্য রাখবেন।

আরও পড়ুন:
তাবলীগ মামলায় মোদী সরকারের সমালোচনা করলো ভারতের সুপ্রিম কোর্ট
ট্রাম্পের সেনা সরানোর সিদ্ধান্তে খুশি তালেবান
যৌতুক নিষিদ্ধ করেছে পাকিস্তান

পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট
ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর স্থগিত
শুক্রবার ঢাকায় আসছেন আতিফ আসলাম
X
Fresh