• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ভিক্ষায় পাওয়া লটারিতে লাখপতি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৯ অক্টোবর ২০২০, ১৭:১৪
French beggers won jackpot from scratch card given by stranger
প্রতীকী ছবি

ঘরবাড়ি নেই তাদের। রাস্তার ধারে ভিক্ষাবৃত্তি করে দিন চলে যায়। এ রকমই চার ব্যক্তি জিতেছেন বিশাল অঙ্কের লটারি। সেই নিয়েই আলোচনায় মেতেছেন নেটিজেনরা। খবর আনন্দবাজারের।

ফ্রান্সের পশ্চিমের বন্দর শহর ব্রেইস্ট। সেখানকার রাস্তাতেই পাশাপাশি ভিক্ষা করেন চার ব্যক্তি। তাদের সবারই বয়স ৩০-এর কোঠায়।

সম্প্রতি এক ব্যক্তি তাদের এক ইউরো মূল্যের একটি স্ক্র্যাচকার্ড দিয়ে যান। সেই স্ক্র্যাচকার্ড থেকেই তারা জিতেছেন ৫০ হাজার ইউরো। যা বাংলাদেশি মু্দ্রায় প্রায় ৫০ লাখ টাকা।

ফরাসি লটারি সংস্থা এফডিজে মঙ্গলবার এই ঘটনার খবর জানিয়েছে। ওই পুরস্কার মূল্য চারজনের মধ্যে ভাগ করে দিয়েছে এফডিজে।

ওই সংস্থার মুখপাত্র বলেছেন, এই পুরস্কার পেয়ে তারা হতবাক হয়ে গিয়েছিলেন। ওই অর্থ কিভাবে খরচ করবেন, তার কোনও পরিকল্পনা নেই। তারা এই অর্থ দিয়ে শহর ছাড়ার কথা ভাবছেন।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের ইফতার মাহফিল অনুষ্ঠিত
লটারিতে ১২১ কর্মকর্তাকে বদলি
কঠিন গ্রুপে আর্জেন্টিনা, সহজ গ্রুপে ফ্রান্স
ফ্রান্সে গুগলের ২৫০ মিলিয়ন ইউরো জরিমানা
X
Fresh