• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

যৌতুক নিষিদ্ধ করেছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৯ অক্টোবর ২০২০, ১৭:০০
Pakistani govt officially bans dowry
প্রতীকী ছবি

আনুষ্ঠানিকভাবে যৌতুক নিষিদ্ধ করেছে পাকিস্তান। সরকারি এমন সিদ্ধান্তের ফলে বর বা তার পরিবার কনে পক্ষের কাছ থেকে আর যৌতুক নিতে পারবে না। খবর দ্য নেশনের।

পাকিস্তানের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় দেশটিতে চলমান প্রথাগত যৌতুক বাতিলের এই সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে একজন বর ও তার পরিবার কনে পক্ষের কাছ থেকে যৌতুক দাবি করে এবং পরে তা সবার জন্য প্রদর্শন করে।

কনে পক্ষ যেসব উপহার ও যৌতুক দেয় তা কনের নিকাহ নামায় লিপিবদ্ধ করা হয়। কিন্তু নতুন আইন অনুযায়ী, এ ধরনের প্রথাগত কোনও কিছু যৌতুক হিসেবে দেয়া বা নেয়া যাবে না।

সেক্ষেত্রে যৌতুক হিসেবে কনেকে কেবল কাপড় এবং বেড শিট দেয়া যাবে। আর তালাক হয়ে গেলে, বর যেসব উপহার ও যৌতুক নিয়েছিল তা ফেরত দিতে হবে কনেকে।

উল্লেখ্য, বাংলাদেশেও যৌতুক নিষিদ্ধ। ১৯৮০ সাল থেকে আইন দিয়ে এটি নিষিদ্ধ করা হয়েছে। এরপর দুই দফায় সংশোধন করে গত বছর তা হালনাগাদ করে যৌতুক নিরোধ আইন, ২০১৮ নামে নতুন আইন পাস করা হয়। যেখানে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত শাস্তির ব্যবস্থা রয়েছে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাহিনের চোখে টি-টোয়েন্টির ব্র্যাডম্যান রিজওয়ান
৮৩৭ আফগান শরণার্থীকে ফেরত পাঠাল পাকিস্তান
পাকিস্তানে নয়, ‘হাইব্রিড’ মডেলেই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে চায় ভারত
তিন দিনের সফরে ইরানের প্রেসিডেন্ট পাকিস্তানে 
X
Fresh