• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

এ কেমন মাকড়সা!

আন্তর্জাতিক ডেস্ক

  ০৮ অক্টোবর ২০২০, ২০:৪৮
Spider,
মাকড়সা

আর্মান্দা ডি জর্জ নামে এক প্রকৃতিপ্রেমী নারী অদ্ভুত দেখতে মাকড়সার সন্ধান দিলেন। তিনি অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের বাসিন্দা। বাড়ির পাশেই বছর দেড়েক আগে অদ্ভুত রকমের মাকড়সা দেখেছিলেন আর্মান্দা।

একই প্রজাতির মাকড়সা আবারও দেখেছেন তিনি। সম্প্রতি সেটি নিপুণভাবে ক্যামেরাবন্দিও করেছেন আর্মান্দা। পরবর্তীতে ওই মাকড়সাকে বোতলবন্দি করে বিশেষজ্ঞদের কাছে পাঠান আর্মান্দা।

প্রকৃতিপ্রেমী আর্মান্দা ধরা সেই মাকড়সার ছবি নিজেদের ফেসবুক পেজ থেকে শেয়ার করেছে ‘ব্যাকওয়ার্ড জুলজি’।

জানা যায়, আর্মান্দার বাড়িতে লুকিয়ে থাকা প্রাণীটি জাম্পিং মাকড়সা। সেদিন আর্মান্দা নিজের বাড়িতে দু’টি মাকড়সা দেখেছিলেন। কিন্তু দু’টিকে এক সঙ্গে রাখেননি। কারণ, এই মাকড়সা একে অপরকে খেয়ে নেয়! মাকড়সার চোখও বেশ অদ্ভুত। ওই মাকড়সার নীল রঙের আটটি চোখ রয়েছে।

আরও পড়ুন :
মার্কিন বিরোধিতা সত্ত্বেও এস-৪০০ পরীক্ষা করতে যাচ্ছে তুরস্ক
কুয়েতের নতুন যুবরাজ শেখ মেশাল

সোশ্যাল মিডিয়ার সেই পোস্টটি মেলবোর্নের মাকড়সা বিশেষজ্ঞ স্কুবার্টের নজরেও এসেছে। মাকড়সাটিকে পরীক্ষার জন্য নিয়ে গিয়েছেন তিনি।

স্কুবার্ট জানান, আমি প্রকৃতি ভালোবাসি। কিন্তু ভাবিনি, এভাবে গবেষণার কাজে সাহায্য করতে পারব।

সূত্র- ডেইলি মেইল।

এম

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের প্রতিনিধি দলের ঢাকা সফর
অস্ট্রেলিয়ায় সমুদ্রে ডুবে মার্কেন্টাইল ব্যাংক কর্মকর্তার মৃত্যু
সিডনিতে শপিং মলে হামলা : প্রত্যক্ষদর্শীদের ভয়াবহ বর্ণনা
সিডনিতে শপিংমলে হামলা, নিহত ৭
X
Fresh