• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জার্মানির রেলস্টেশনে কুড়াল হামলা

অনলাইন ডেস্ক
  ১০ মার্চ ২০১৭, ১৬:১২

জার্মানির ডাসেলডর্ফ রেলস্টেশনে বৃহস্পতিবার কুড়াল হামলা চালিয়ে ৭ জনকে আহত করলেন এক ব্যক্তি। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

স্থানীয় সময় রাত ৮টা ৫০ মিনিটে এ হামলা হয়। আহত ৭ জনের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর।

যুগোস্লাভিয়া বাসিন্দা ৩৬ বছরের হামলাকারী মানসিক রোগে আক্রান্ত বলে ধারণা পুলিশের।

পুলিশ জানায়, ৩৬ বছর বয়সী হামলাকারী সাবেক যুগোস্লাভিয়া থেকে এসেছেন। গ্রেপ্তার এড়াতে সেতুর ওপর থেকে লাফ দিয়ে তিনিও গুরুতর আহত।

ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা জানতে সেই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং রেল চলাচল বন্ধ রাখা হয়। যদিও আক্রমণকারীর উদ্দেশ্য জানা যায়নি এবং পুলিশ এখনই এই ঘটনাকে জঙ্গিবাদের সঙ্গে জড়িত এমনটা বলছেন না।

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh