• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

ক্ষমতাচ্যুত হলেন দ. কোরিয়ার প্রেসিডেন্ট

আরটিভি অনলাইন ডেস্ক

  ১০ মার্চ ২০১৭, ১১:৫৮

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন হাই এর অভিসংশন আদেশ বহাল রেখেছে আদালত। এর ফলে দক্ষিণ কোরিয়ার ইতিহাসে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম কোন প্রেসিডেন্ট ক্ষমতা হারালেন।

চোই নামে তার এক বন্ধুর সঙ্গে দুর্নীতি কেলেঙ্কারিতে জড়িত থাকার দায়ে গেলো ডিসেম্বরে সংসদের নেয়া এ সিদ্ধান্ত বহাল রাখেন বিচারকরা।

আদালতের এই আদেশের ফলে পার্ক জিউন হাই রাষ্ট্রপতির ক্ষমতা হারালেন। এছাড়া তাকে বিচারের মুখোমুখিও করা হতে পারে।

বিবিসি সূত্রে জানা যায়, পার্ক জিউন হাই এর ক্ষমতা হারানোর ফলে আসছে মে মাসের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচিত হবে।

ডিসেম্বর থেকেই তাকে রাষ্ট্রপতির দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। তখন থেকে দেশটির প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে আসছেন।

এপি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh