• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

হঠাৎ বন্যায় বিধ্বস্ত ফ্রান্স-ইতালিতে ৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৬ অক্টোবর ২০২০, ১৫:৪৭
Deadly flash floods in France and Italy kills 7
সংগৃহীত

ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট হওয়া তাৎক্ষণিক বন্যায় ফ্রান্স ও ইতালিতে সাতজনের মৃত্যু হয়েছে। ঘূর্ণিঝড় অ্যালেক্সের প্রভাবে ওই বৃষ্টিপাত হয়। এসময় সীমান্তবর্তী ফ্রান্সের নিসের কাছে পার্বত্য এলাকায় কয়েক ডজন ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। কিছু কিছু ঘরবাড়ি পানিতে ভেসে যায়।

ফ্রেঞ্চ রিভেরিয়ার উপকূলীয় এলাকাও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ঝড়ের কারণে সৈকতে আবর্জনা জমা হয়।

এদিকে প্রায় ২০ জন ব্যক্তি নিখোঁজ হয়েছেন, এমন আশঙ্কার অনুসন্ধান জোরদার করেছে উদ্ধারকর্মীরা।

সোমবার ফ্রান্সের কর্মকর্তারা জানিয়েছেন, নিসে উত্তর গ্রামগুলোতে অন্তত তিনজনের মৃতদেহ পাওয়া গেছে। সবমিলিয়ে দেশটিতে চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া ইতালিতে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।

নিস এবং এর আশপাশের এলাকায় গত ১২ ঘণ্টায় যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে তা এক বছরের বৃষ্টিপাতের সমান।

ঘূর্ণিঝড় অ্যালেক্সের প্রভাবে ফ্রান্সে ঝড়ো বাতাস ও ভারী বৃষ্টিপাত হয়। ইতালির উত্তরাঞ্চলেও রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে বলে খবরে বলা হয়েছে।

ফ্রান্সের আল্পস-মেরিটাইম অঞ্চলে প্রায় এক হাজার দমকলকর্মীসহ হেলিকপ্টার এবং সেনা মোতায়েন করা হয়েছে। সেখানে বন্যার পানির সঙ্গে আটজন ভেসে যায়। তাদের উদ্ধারে এই অভিযান চালানো হচ্ছে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইতালিয়ান ফুটবল সাম্রাজ্যে ইন্টার মিলান
ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে পদ্মশ্রী নিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা  
আজ থেকে ইতালির ওয়ার্ক পারমিট ভিসার অ্যাপয়েন্টমেন্ট শুরু
রোনালদোর পাওনা ১১৩ কোটি টাকা দিতে জুভেন্টাসকে নির্দেশ
X
Fresh