• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

করোনাকে ভয় পাবেন না: ট্রাম্প (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৬ অক্টোবর ২০২০, ১৪:৪৫

আলোচনার জন্ম দিয়েই চলছেব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিন রাত হাসপাতালে কাটিয়ে সোমবার নাটকীয়ভাবে হোয়াইট হাউজে ফিরেছেন তিনি।

প্রেসিডেন্ট হোয়াইট হাউজের বারান্দায় দাঁড়িয়ে নিজের মাস্ক খুলে ফেলেন। যদিও সম্প্রতি হোয়াইট হাউজের অনেক কর্মকর্তা এবং উপদেষ্টা করোনায় আক্রান্ত হয়েছেন।

এর আগে ট্রাম্প টুইটে বলেন, বেশ ভালো বোধ হচ্ছে। তিনি লিখেন, কোভিডকে ভয় পাবেন না। এটাকে আপনাদের জীবন নিয়ন্ত্রণ করতে দেবেন না।

সপ্তাহান্ত জুড়ে পরস্পর বিরোধী বক্তব্য সম্বলিত বিবৃতি প্রকাশের পর ট্রাম্পের অসুস্থতা নিয়ে প্রশ্ন রয়েই গেছে।

সোমবার সন্ধ্যায় হাসপাতাল ছাড়ার আগে মার্কিনিদের করোনা নিয়ে ভীত না হওয়ার পরামর্শ দিয়ে টুইট করেন ট্রাম্প।

আর হাসপাতাল ছাড়ার পর তিনি বলেন, ২০ বছর আগে যেমনটা বোধ করতাম এখন তার চেয়ে অনেক ভালো অনুভব করছি। শিগগিরই প্রচারণায় ফিরবো বলেও উল্লেখ করেন টুইটে।

দ্বিতীয়বার ক্ষমতায় ফেরার লড়াইয়ের মাস খানেক আগে ট্রাম্পের এই করোনা চিকিৎসা তার প্রচারণায় বেশ ভালোই প্রভাব ফেলেছে। হোয়াইট হাউজের এই নির্বাচনের তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেন।

যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২ লাখ ১৫ হাজার ৩২ জনের। আর নতুন করে আক্রান্ত হয়েছে ৪১ হাজারের বেশি মানুষ। ফলে আক্রান্তের সংখ্যা ৭৬ লাখ ৭৯ হাজার ছাড়িয়েছে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh