• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

আফগানিস্তানে গাড়িবোমা হামলায় নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৫ অক্টোবর ২০২০, ১৭:৪৯
Suicide car bomb targets Afghan governor kills 8
সংগৃহীত

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় একটি প্রদেশের গভর্নরকে টার্গেট করে একটি আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত আটজন নিহত হয়েছে। সরকারি কর্মকর্তারা বলেছেন, নিহতদের মধ্যে চারজন বেসামরিক নাগরিক।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, পূর্বাঞ্চলীয় লাঘমান প্রদেশের রাজধানী মেহতারলামে ওই হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় আরও অন্তত ৩০ জন আহত হয়েছে।

গভর্নর রহমাতুল্লাহ ইয়ামালের অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। তবে স্থানীয় কিছু গণমাধ্যম জানিয়েছে, ওই হামলা সামান্য আহত হয়েছেন তিনি। যদিও প্রাদেশিক পুলিশের একজন মুখপাত্র বলেছেন, হামলায় অক্ষত আছেন ইয়ারমাল।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান বলেছেন, ওই বোমা হামলায় ইয়ারমালের চারজন দেহরক্ষী নিহত হয়েছে। তিনি বলেন, এ ঘটনায় ২৮ জন বেসামরিক ব্যক্তি ও দুইজন গার্ড আহত হয়েছে।

কোনও গ্রুপই এই হামলার দায় স্বীকার করেনি। তবে ওই এলাকায় তালেবান এবং ইসলামিক স্টেট ইন লেভান্ত (আইসিস) সক্রিয়।

সাম্প্রতিক সময়গুলোতে হাইপ্রোফাইল আফগান কর্মকর্তাদের গুপ্তহত্যা করেছে তালেবান গ্রুপ। তবে এই দুই গ্রুপই সরকারি প্রতিনিধি, জাতীয় নিরাপত্তা এবং প্রতিরক্ষা কর্মকর্তা এবং বেসামরিক ব্যক্তিদের টার্গেট করে হামলা চালিয়ে যাচ্ছে।

আফগানিস্তানে জাতিসংঘ অ্যাসিটেন্স মিশন (ইউএনএএমএ) জানিয়েছে, চলতি বছরের প্রথম ছয় মাসে কমপক্ষে ১ হাজার ২৮২ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২ হাজার ১৭৬ জন।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভালো শুরুর পর ফিরলেন জয়
টাইগারদের আফগানিস্তান সফর স্থগিত
ফিল্ডিংয়ে বাংলাদেশ, হাসানের অভিষেক
ব্যাটিং বিপর্যয়ে ১৮৮ রানে অলআউট বাংলাদেশ
X
Fresh