• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

হাসপাতাল থেকে বের হয়ে সমালোচনার মুখে করোনা আক্রান্ত ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৫ অক্টোবর ২০২০, ১১:২৬
President Trump
ছবি- সংগৃহীত

হঠাৎ করে হাসপাতাল থেকে বেরিয়ে পড়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে।

ওয়াশিংটনের ওয়াল্টার রিড মিলিটারি মেডিকাল সেন্টার থেকে মাস্ক পরে বের হন তিনি। এরপর বুলেটপ্রুফ গাড়িতে বসে সমর্থকদের উদ্দেশে হাত নাড়াতে দেখা যায় রিপাবলিকান পার্টির এই নেতাকে।

এসময় হাসপাতালের বাইরে দাঁড়িয়ে ছিল ট্রাম্পের সমর্থকরা। এর পরই উঠল ব্যাপক সমালোচনা।

করোনা আক্রান্ত হওয়ার পর শুক্রবার হাসপাতালে নেয়া হয় মার্কিন প্রেসিডেন্টকে। চিকিৎসাধীন অবস্থায় এক ভিডিও বার্তায় করোনাকে জয় করার ঘোষণা দিয়েছিলেন তিনি।

করোনা নেগেটিভ হওয়ার আগে এভাবে জনসম্মুখে বেরিয়ে নিজের তৈরি করা স্বাস্থ্যবিধি ভঙ্গ করলেন ট্রাম্প। ফলে বিপদের মুখে ঠেলে দিলেন প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদেরও।

করোনা মহামারী নিয়ে ভুল তথ্য এবং স্বাস্থ্য বিধি লঙ্ঘন করার জন্য আগেও সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে।

এমন আচরণকে মোটেই সমর্থন করতে পারেননি মার্কিন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাদের স্পষ্ট বক্তব্য, প্রেসিডেন্টের এই আচরণ দেখলেই বোঝা যায় করোনা সম্পর্কে বিন্দুমাত্র ধারণা তৈরি হয়নি তার।

জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার মেডিসিন বিভাগে প্রধান জেমস ফিলিপ্সের বলেন, ‘প্রেসিডেন্টের এই অপ্রয়োজনীয় সফরের কারণে সেই সব মানুষকে এবার বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিনে যেতে হবে, যারা তার সংস্পর্শে এসেছেন। তারা অসুস্থ হতে পারেন, আবার মৃত্যুও হতে পারে। আর এই সবই শুধুমাত্র রাজনৈতিক নাটকের জন্যে। ট্রাম্প নাটকের খাতিরে এতজনের জীবন সংকটে ফেলে দিলেন। এটা সম্পূর্ণ পাগলামি।’

এই কাজের তীব্র সমালোচনা করেছেন পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের মেডিকাল এথিকস অ্যান্ড হেলথ পলিসি বিভাগের প্রধান জেকে ইমানুয়েল।

ট্রাম্পের এই কাজকে তিনি লজ্জাজনক বলেছেন। গোটা ঘটনাকে তিনি নির্বাচনী প্রচারণার অংশ বলে কটাক্ষ করেন।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পর্নো তারকাকে ঘুষ দেওয়ার মামলায় ট্রাম্পের বিচার শুরু
প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নিকি হ্যালি
বাইডেনের চিঠির জবাব দিয়েছেন শেখ হাসিনা
সাড়ে ৩৫ কোটি ডলার জরিমানার পাশাপাশি ব্যবসা বন্ধ ট্রাম্পের
X
Fresh