• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

উইকিলিকসের তথ্য ফাঁস, তদন্তে নামছেন মার্কিন গোয়েন্দারা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ মার্চ ২০১৭, ১৫:১৪

স্মার্ট ফোন, মোবাইল সেটে ম্যালওয়্যার সফটওয়্যারের মাধ্যমে সিআইএ’র হ্যাকিং কৌশল ও কয়েক হাজার নথি উইকিলিকসে প্রকাশের ঘটনায় যৌথভাবে অপরাধমূলক তদন্তে নেমেছেন মার্কিন গোয়েন্দারা।

এক মার্কিন কর্মকর্তা জানান, কে বা কারা তথ্য হাতিয়ে নেয়ার সঙ্গে জড়িত তা খুঁজে বের করবে গোয়েন্দা সংস্থা-এফবিআই ও সিআইএ।

ফাঁস হওয়া নথিগুলো কিভাবে উইকিলকসের কাছে গেলো, তা তদন্ত করে দেখবে গোয়েন্দা সংস্থা দু’টি। তথ্যগুলো সিআইএর ভেতর থেকে না বাইরে থেকে প্রকাশিত হয়েছে তাও খতিয়ে দেখা হবে।

উইকিলিকসে তথ্য ফাঁসের বিশ্বাসযোগ্যতা নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি সিআইএ, এফবিআই কিংবা হোয়াইট হাউস। তবে তথ্য ফাঁসের ঘটনায় মার্কিনীরা গভীর সংকটে পড়তে পারেন বলে আশঙ্কা করছে সিআইএ।

এফএস/আরকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh