• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

‘ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান, হেলিকপ্টার ও বিভিন্ন আর্টিলারি তৈরি করছে ইরান’

আরটিভি নিউজ

  ০৩ অক্টোবর ২০২০, ১৪:৫৯
ক্ষেপণাস্ত্র

ইরান ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান, হেলিকপ্টার, বিভিন্ন ধরনের আর্টিলারি যুদ্ধ সামগ্রী তৈরি করছে। শত্রুর হুমকি অঙ্কুরেই বিনষ্ট করে দেয়ার ক্ষমতা রাখে ইরান। বললেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি।

শুক্রবার তেহরানে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ইরানি বার্তা সংস্থা পার্সটুডের খবরে বলা হয় হাতামি বলেন, আমাদের উচ্চ পর্যায়ের যুদ্ধ ক্ষমতার কারণে শত্রুদের যে কোন হুমকিকে অঙ্কুরেই বিনষ্ট করে দেয়া সম্ভব। ইরানের বিরাট যুদ্ধ সক্ষমতা রয়েছে। আজকে ইরানের সামরিক বাহিনী যেমন যুদ্ধে পারদর্শী, তেমনি তাদের অতীত সাফল্যও উজ্জ্বল। ১৯৮০ থেকে ‘৮৮ সাল পর্যন্ত প্রতিরক্ষার যুদ্ধে ইরানের সামরিক বাহিনী তার সক্ষমতার প্রমাণ রেখেছে। সে সময় পশ্চিমা সমর্থিত সাদ্দাম বাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে সাফল্যের সঙ্গে লড়াই করেছে ইরান।

বর্তমানে ইরান ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান, হেলিকপ্টার এবং নানা ধরনের আর্টিলারি সামগ্রী তৈরি করছে যা শত্রুর ঘুম নষ্ট করে দিতে যথেষ্ট।

ইরাকের চাপিয়ে দেয়া যুদ্ধ থেকে ইরান মূল্যবান অনেক কিছুই অর্জন করেছে। যা ভবিষ্যৎ প্রতিরক্ষার জন্য সহজ করে দিয়েছে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাল লেবানন
ইরানের হামলা রুখতে যেসব দেশকে পাশে পেল ইসরায়েল
ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান
ইসরায়েলে হামলায় প্রস্তুত ইরানের ড্রোন-ক্ষেপণাস্ত্র
X
Fresh