• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

রেমডেসিভির ওষুধে চিকিৎসা চলছে ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৩ অক্টোবর ২০২০, ১১:৩২
Remdesivir is being used for Trump's treatment
ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ভালো আছেন’ এবং রেমডেসিভির ওষুধ দিয়ে তার চিকিৎসা চলছে। করোনায় আক্রান্ত হয়ে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে ভর্তির কয়েক ঘণ্টা পর এমন কথা জানিয়েছেন তার চিকিৎসক শন কোনলি।

হোয়াইট হাউজের এই চিকিৎসক বলেন, ওয়াল্টার রিড এবং জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শের পর ‘আরও মনিটর’ করার জন্য প্রেসিডেন্টকে হোয়াইট হাউজ থেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এক বিবৃতিতে কোনলি বলেছেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে প্রেসিডেন্ট ভালো আছেন। তাকে আপাতত অক্সিজেন দেয়া হচ্ছে না। তবে বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শের পর প্রাথমিকভাবে আমরা রেমডেসিভির ওষুধ দিয়ে তার চিকিৎসা শুরু করেছি। তাকে প্রথম ডোজ দেয়া হয়েছে এবং এখন তিনি বিশ্রাম করছেন।

---------------------------------------------------------------------
আরও পড়ুন : এবার ট্রাম্পের ক্যাম্পেইন ম্যানেজার করোনায় আক্রান্ত
---------------------------------------------------------------------

এর আগে হোয়াইট হাউজের একজন মুখপাত্র জানান, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ট্রাম্পকে কয়েকদিনের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে হাসপাতালে ভর্তি হওয়ার পর ট্রাম্প একটি টুইট করেছেন। তিনি বলেন, ‘সবকিছু ভালোই আছি, আমি মনে করি! সবাইকে ধন্যবাদ। ভালোবাসা!!!’।

উল্লেখ্য, শুক্রবার করোনাভাইরাসে আক্রান্ত হন ট্রাম্প ও ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প। এক টুইট বার্তায় ট্রাম্প নিজেই এ খবর দেন। তার একজন ঘনিষ্ঠ উপদেষ্টা হোপ হিকস করোনায় আক্রান্ত হওয়ার কয়েক ঘণ্টা পর এই দম্পতিও কোভিড-১৯ এ আক্রান্ত হন।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আহত আ.লীগ নেতাকে চিকিৎসা দিতে দেরি করায় ডাক্তারকে মারধর
পর্নো তারকাকে ঘুষ দেওয়ার মামলায় ট্রাম্পের বিচার শুরু
বাসায় ফিরলেন খালেদা জিয়া
কালীগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, ৫০ হাজার টাকা জরিমানা 
X
Fresh