• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

পাকিস্তানের হামলায় ৩ সেনা নিহতের পর ভারতের পাল্টা হুমকি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০১ অক্টোবর ২০২০, ১৮:৪৪
3 Indian soldiers killed in Pakistan attack
সংগৃহীত

ভারত-পাকিস্তান সীমান্তে এলওসি বা প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে পাকিস্তানি বাহিনীর হামলায় তিনজন ভারতীয় সেনা নিহত হয়েছে। ভারতীয় সেনা সূত্রে এ খবর জানানো হয়েছে। পাকিস্তান সেনার কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, সে বিষয়ে এখনও পর্যন্ত পাকিস্তান কিছু জানায়নি। ভারত বলেছে, এর উপযুক্ত জবাব পাবে পাকিস্তান।

দুইটি পৃথক সংঘর্ষে ওই তিন ভারতীয় সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও পাঁচজন। তাদের গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভারতীয় সেনা সূত্র বলছে, গত কয়েক দিন ধরেই সীমান্তে গোলা ছুড়ছে পাকিস্তান। ভারতীয় সেনার পোস্ট লক্ষ্য করে মর্টার ছোড়া হচ্ছে বলেও অভিযোগ। তারই আঘাতে কাশ্মীরের কুপওয়ারা জেলার নওগাম সেক্টরে দুইজন ভারতীয় সেনার মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

একই দিন এ ধরনের আরেক ঘটনায় কাশ্মীরের পুঞ্চ সেক্টরে এক ভারতীয় সেনা নিহত হয়। সেখানে একজন আহতও হয়েছে। সেনার মুখপাত্র জানিয়েছেন, এই ঘটনার পরে ভারতও পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে। তবে ভারতের হামলায় পাকিস্তানের কোনও সেনার নিহত বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ভারতের অভিযোগ, গত এক বছরে তিন হাজার বার পাকিস্তান সেনা সীমান্তে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। কিছু দিন আগেও পুঞ্চ সেক্টরে দুই দেশের সেনার সংঘাত হয়েছিল। দুই পক্ষই সীমান্তের অন্যপ্রান্তে বিপুল পরিমাণ গোলাগুলি চালিয়েছিল। তবে সেই ঘটনায় কারও মৃত্যু হয়নি।

বিশেষজ্ঞরা বলছেন, বৃহস্পতিবারের ঘটনা বড় হয়ে গেল। তিনজন ভারতীয় সেনা নিহত হওয়ায় ভারত পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করবে। সেনা সূত্রে জানানো হয়েছে, পাকিস্তানকে এর উত্তর দেবে ভারতীয় সেনা।

একদিকে লাদাখে চীনের সঙ্গে ভারতীয় সেনার সংঘাত চলছে। গালওয়ানে ২০ জন ভারতীয় সেনার মৃত্যু হয়েছিল। এবার পাকিস্তান সীমান্তে ফের সেনা সদস্য নিহত হলো।

সামরিক বিশেষজ্ঞরা বলছেন, সেনাবাহিনীর মনোবল খুব গুরুত্বপূর্ণ বিষয়। বাহিনীর কেউ নিহত হলে তার উপযুক্ত জবাব দিতে না পারলে বাহিনীর মনোবল ভেঙে যায়। গালওয়ানের পর ভারতীয় সেনা চীনকে সেভাবে জবাব দিতে পারেনি। এবার পাকিস্তান সীমান্তে ক্ষয়ক্ষতির পরে ভারতীয় সেনা আরও বেশি করে জবাব দিতে চাইবে। ফলে সীমান্তে আপাতত উত্তেজনা প্রশমনের কোনও সম্ভাবনা তারা দেখতে পাচ্ছেন না।

আরও পড়ুন: ইউরোপে জার্মানির ভ্রমণ সতর্কতা জারি

এ/এম

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিয়ানমার থেকে পালিয়ে এলেন আরও ১৩ বিজিপি সদস্য
ইসরায়েলের বিরুদ্ধে ইরান একাই যথেষ্ট : চীন
বনানীতে চালু হলো চীনা ভিসা সেন্টার
নির্মাণাধীন ভবন থেকে পড়ে চীনা নাগরিকের মৃত্যু
X
Fresh