• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

শিশু আশ্রমে আগুন, নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ মার্চ ২০১৭, ০৮:৩৯

গুয়াতেমালায় সরকারি শিশু আশ্রমে আগুন লেগে মারা গেছে ২০ জন কিশোরী। গুরুতর আহত হয়েছে অন্তত ২৫ জন। বুধবার আশ্রমটিতে এ ঘটনা ঘটে।

আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে কেউ ইচ্ছা করেই আশ্রমে আগুন ধরিয়ে দিয়েছেন।

এর আগে মঙ্গলবার আশ্রমটিতে দাঙ্গার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেসময় পুলিশ মোতায়েন করা হয়েছিল। সেসময় আশ্রমের ভেতরে শিশুদের ওপর নিপীড়নের অভিযোগ শোনা যায়।

সাংবাদিকদের কাছে আশ্রমের কিশোরীরা অভিযোগ করেন তাদের নিয়মিত পেটানো এবং যৌন নিপীড়ন করা হতো। এরপরই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ জানায়, আশ্রমের বাসিন্দাদের কেউই হয়তো আগুন ধরিয়ে দিয়েছে। ভবনের বাইরে থাকা অভিভাবকরাও এ ধরনের অভিযোগ করছেন।

গুয়াতেমালা সিটির দক্ষিণ পূর্বের শহর সান হোসে পিনুলার এ সরকারি আশ্রমটির ধারণ ক্ষমতা চারশ’। কিন্তু গেলো বছর সেখানে প্রায় ৭শ’ মেয়ে শিশু ও কিশোরী ছিল।



এফএস/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh