• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মৃত্যুর পর তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত রোমানিয়ার আলিমান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৯ সেপ্টেম্বর ২০২০, ১৭:১৭
Romanian mayor Ion Aliman wins election after Covid-related death
সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া রোমানিয়ার একজন মেয়র স্থানীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছেন। ৬৪ শতাংশ ভোট পেয়ে তৃতীয়বারের মতো রোমানিয়ার দক্ষিণাঞ্চলীয় ডেভেসেলু গ্রামের মেয়র নির্বাচিত হন ইয়ন আলিমান নামের ওই রাজনীতিক।

কর্মকর্তারা বলছেন, গত ১৫ সেপ্টেম্বর রাজধানী বুখারেস্টে মারা যান আলিমান। তারা বলছেন, ইতোমধ্যেই ব্যালট পেপার ছাপা হয়ে যাওয়ায় আলিমানের নাম বাদ দেয়া যায়নি।

বার্তা সংস্থা রয়টার্সকে কর্মকর্তারা বলেছেন যে, আরও একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে স্থানীয়রা শ্রদ্ধা জানাতে আলিমানের কবর পরিদর্শন করেছে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, একদল গ্রামবাসী আলিমানের কবরের সামনে জড়ো হয়েছে। এসময় একজনকে বলতে শোনা যায়, এটা আপনার জয়।

আরেকজন নারী স্থানীয় প্রোটিভিকে বলেন, তিনি আমাদের কাছে সত্যিকারের মেয়র ছিলেন। তিনি গ্রামের পক্ষে ছিলেন, সব আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। তার মতো মেয়র হয়তো আমরা আর দেখতে পাবো না।

নৌবাহিনীর সাবেক কর্মকর্তা আলিমান রোমানিয়ার বামপন্থী সোশ্যাল ডেমোক্র্যাট পার্টির (পিএসডি) একজন সদস্য ছিলেন। বেঁচে থাকলে গত সোমবার তার বয়স ৫৭ বছর হতো।

আলিমানে আগেও রোমানিয়া মৃত কোনও রাজনীতিক নির্বাচিত হওয়ার ঘটনা ঘটেছে। এর আগে ২০০৮ সালে দেশটির উত্তর-পূর্বাঞ্চলে ভোইনেস্টির মেয়র হিসেবে পুনর্নির্বাচিত হয়েছিলেন নেকুলাই ইভাসকু নামের একজন রাজনীতিক। মৃত্যুর পর মেয়র পুনর্নির্বাচিত ইভাসকুও পিএসডি’র সদস্য ছিলেন।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
ঝিনাইদহে ১২ গরুর মৃত্যুর পর অবৈধ সীসা কারখানা সিলগালা
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
X
Fresh