• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ইসরায়েলে করোনা সংক্রমণে দায়ী আরবরা: ইসরায়েলি মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৯ সেপ্টেম্বর ২০২০, ১৪:২৬
Arabs are Cause of Coronavirus Outbreak in Israel says country's Justice Minister Avi Nissenkorn
সংগৃহীত

ইসরায়েলে করোনাভাইরাস মহামারি ছড়িয়ে পড়ার পেছনে দায়ী হচ্ছে আরব নাগরিক এবং আল্ট্রা-অর্থোডক্স ইহুদিরা। ইসরায়েলের বিচারমন্ত্রী আভি নিসেনকর্ন এমন মন্তব্য করেছেন।

চ্যানেল ১২-কে নিসেনকর্ন বলেছেন, দেশটিতে করোনাভাইরাস সংক্রমণের জন্য তেলআবিবে অনুষ্ঠিত হওয়া সাম্প্রতিক বিক্ষোভ দায়ী নয়। এই ভাইরাস হারেদি এবং আরব বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়ে। আর এখন এটি পুরো দেশে ছড়িয়ে পড়ছে।

ইসরায়েলি এই মন্ত্রী বলেন, আমি বলছি না যে হারেদি এবং আরব সোসাইটিতে এই মহামারি শুরু হয়েছে। তবে ‘সাম্প্রতিক সপ্তাহগুলোতে সেখানে মহামারি’ আকার ধারণ করেছে বলে তিনি উল্লেখ করেন।

নিসেনকর্ন জোর দিয়ে বলেন, আমি ইসরায়েলের প্রতিটি মানুষ এবং প্রত্যেক সম্প্রদায়কে সম্মান করি।

ইসরায়েলে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ব্যাপক হারে করোনা বাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় দেশটিতে কঠোর লকডাউন আরোপ করা হয়েছে।

এরই অংশ হিসেবে যেসব ব্যবসা প্রয়োজনীয় হিসেবে বিবেচনা করা হয় না সেগুলোকে গত শুক্রবার থেকে বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া মানুষজনকে নিজেদের বাড়ির এক কিলোমিটার এলাকার মধ্যেই থাকতে বলা হয়েছে।

উল্লেখ্য, প্রাণঘাতী করোনাভাইরাসে ইসরায়েলে এ পর্যন্ত ১ হাজার ৫০৭ জনের মৃত্যু হয়েছে। ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সেখানে করোনায় আক্রান্ত হয়েছে ২ লাখ ৩৩ হাজারের বেশি মানুষ।

আরও পড়ুন

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh