• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

পাহাড় থেকে পড়েও জীবিত আছেন নারী

আন্তর্জাতিক ডেস্ক

  ২৭ সেপ্টেম্বর ২০২০, ১৪:৫৫
falling from the mountain
দক্ষিণ জার্মানি

হাইকিং-এ এসে দক্ষিণ জার্মানির এক পাহাড়ে উঠেছিলেন লাটভিয়ার এক পর্যটক।

কিন্তু নামার সময় বিপত্তি বাধে। হঠাৎ ওই পর্বত থেকে ৬০ মিটার নীচে পড়ে যান তিনি৷ তবে এতো উচ্চতা থেকে পড়ে গিয়েও জীবিত এবং সুস্থ আছেন ওই নারী পর্যটক। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির পুলিশ৷

ডয়চে ভেলের খবরে বলা হয়, গত মঙ্গলবার বিকেলে বাভারিয়ার ওবারআলগয় অঞ্চলের এক পাহাড়ে উঠেছিলেন ৪২ বছর বয়সি ওই নারী পর্যটক। সঙ্গী ছিল তার কুকুর৷ পথ হারিয়ে তিনি যখন পর্বত থেকে নামছিলেন ঠিক তখনই নিচে পড়ে যান৷ তখন একটি গাছকে আকড়ে ধরে সাহায্যের জন্য জোরে চিৎকার করতে থাকেন৷

স্থানীয় এক মেষপালক তার সেই চিৎকার শুনতে পেয়ে পুলিশ এবং পর্বত উদ্ধারকারীকে খবর দেয়৷ পরে হেলিকপ্টারে করে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সৌভাগ্যক্রমে সামান্য আঘাত ছাড়া পর্যটকের তেমন কিছুই হয়নি৷ ফলে সেদিনই তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে যান৷

কিন্তু ওই নারীর সঙ্গী কুকুরটিকে এখনও পাওয়া যায়নি৷

আরও পড়ুন: নারায়ণগঞ্জে ১৪৪ ধারা

এম

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh