• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

৩ সপ্তাহে ১০৮ কেজি ওজন কমলো ইমানের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৮ মার্চ ২০১৭, ০৯:৫৯

৫শ’ কেজি ওজনের ইমান ২৫ বছর পরে উঠে বসতে পেরেছেন। কারণ গেলো তিন সপ্তাহে তার ওজন কমে গেছে ১০৮ কেজি।

এ বছরের মধ্যে ইমানের ওজন নামিয়ে আনা হবে ২০০ কেজিতে। তাই তাকে ঝরাতে হবে শরীরের ৩০০ কেজি ওজন। তাহলেই সে আবার আগের মতো সুস্থ অবস্থায় ফিরে আসবেন।

মুম্বাইয়ের সাইফি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ইমান আহমেদ। তাকে কড়া ডায়েটের মধ্যে রাখা হয়েছে। সঙ্গে রোজ চলছে ৯০ মিনিটের ফিজিওথেরাপি সেশন। আর এক সপ্তাহ পর ইমানের প্রথম অস্ত্রোপচারটি করা হবে।

গেলো ২৫ বছর ধরে বিছানাবন্দি হয়ে বেঁচে আছেন ৩৭ বছরের ইমান। নিজের হাতে কিছুই করতে পারতেন না তিনি। বাড়তি ওজনের কারণে হাত তোলা, বিছানায় উঠে বসা সব কিছুতেই অক্ষম ছিলেন তিনি।

বিশেষ চিকিৎসার মাধ্যমে ওজন কমাতে গেলো ১১ ফেব্রুয়ারি ভোরে মিশরের আলেকজান্দ্রিয়া শহর থেকে বিশেষ বিমানে ভারতের মুম্বাইয়ে পৌঁছান ইমান আহমেদ। বিমানবন্দর থেকে তাকে ট্রাক এবং ক্রেন ব্যবহার করে হাসপাতালেরে বেডে নেয়া হয়।

এফএস/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh