• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ইতালির ভেনিস সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশির জয় (ভিডিও)

আসলামউজ্জামান:

  ২৪ সেপ্টেম্বর ২০২০, ১৫:৫২
iraly, election, kishorgonj,
আফাই আলী

ইতালির ভেনিস সিটি করপোরেশন নির্বাচনে মেস্ত্রে মিউনিসিপালিটি বা ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে বাংলাদেশি বংশোদ্ভূত আফাই আলী নির্বাচিত হয়েছেন।

দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে প্রবাসী বাংলাদেশিদের বসবাস ও গোড়াপত্তনের শুরু হলেও ইতালিয়ান পাসপোর্টধারী প্রবাসীদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ শুরু হয় মূলত ২০১৫ সাল থেকে। তবে কোনো নির্বাচনে এবারই প্রথম কোনো বাংলাদেশি জয়লাভ করে।

৩৪ বছর বয়সী আফাই আলীর বাড়ি বাংলাদেশের কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাহপুর।

শুধু পাসপোর্ট ধারীরা ভোট দেয়ার অধিকার রাখলেও নির্বাচনী আমেজ আর প্রচার প্রচারণায় ব্যস্ত ছিল ভেনিসে বসবাসকারী প্রবাসী প্রায় সব বাংলাদেশি।

২৮ জন কাউন্সিলর নির্বাচিত হওয়ার প্যানেলে আফাই আলী ভোট প্রাপ্তির দিক থেকে সব দল মিলিয়ে ১০ম স্থানে অবস্থান করেন।

একজন দক্ষ ক্রীড়া সংগঠক আফাই আলী এখন ভেনিস সহ পুরা ইতালিতে অবস্থান রত প্রবাসী বাংলাদেশিদের জন্য কাজ করে যাবেন এমন টাই প্রত্যাশা সবার।

আফাই আলি এবারের নির্বাচনে জনপ্রিয় প্রধান বিরোধী দল PD বা ডেমোক্রেটিক পার্টির মনোনয়নো নির্বাচন করেন।

এবারের নির্বাচনে আফাই আলী ছাড়াও ভেনিসে আরও দুইজন বাংলাদেশি প্রতিদন্দ্বিতা করেন।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh