• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

সাত মাস ধরে মোবাইল সেট যুবকের পেটে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৪ সেপ্টেম্বর ২০২০, ১৪:৩৪
The mobile set, in the young man's, rtv news
মিসরীয় যুবকের আল্ট্রাসনোগ্রামের রিপোর্ট

মিসরের রাজধানী কায়রোর একটি হাসপাতালে এক যুবকের পেটে আল্ট্রাসনোগ্রাম করে রিপোর্ট দেখে চিকিৎসকদের চোখ কপালে।

২৮ বছরের যুবকের পেটের ভেতর আস্ত একটি মোবাইল ফোন। গেলো সাত মাস ধরেই এটি পেটের মধ্যেই ছিল। খবর গালফ নিউজের।

ওই যুবক জানান, সহকর্মীদের সঙ্গে মজা করতে গিয়ে এটি গিলে ফেলেছিলেন। তার ধারণা ছিল এটি সে হজম করতে পারবে।

দক্ষিণ কায়রোর আল ওয়াটন নামে ওই বেসরকারি হাসপাতালের চিকিৎসক ডা. মো. আল জোহর বলেন, প্রথমে টিউমার মনে করে অস্ত্রোপচারের জন্য আল্ট্রাসনোগ্রাম করা হয়। কিন্তু এতে দেখা যায়, আস্ত একটি মোবাইল ফোনসেট।

এরপর তাকে দ্রুত হাসপাতালের জরুরি অস্ত্রোপচার ইউনিটে স্থানান্তর করা হয়।

আরও পড়ুন

জেবি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে এলডিডিপির কর্মকর্তাদের মানববন্ধন
‘ঘুমের ভেতর নারীর চেয়ে পুরুষ নাক ডাকে বেশি’
বাড়তি দামে পণ্য বিক্রি করায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
রাজধানীতে তীব্র যানজট, চরম ভোগান্তিতে নগরবাসী
X
Fresh