smc
logo
  • ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০, ৫ কার্তিক ১৪২৭

জার্মানিতে বৈষম্যের শিকার মুসলিম সমাজ, এক বছরে মসজিদে হামলা ১৮৪টি

  আরটিভি নিউজ

|  ২৪ সেপ্টেম্বর ২০২০, ১১:৩২ | আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ১২:০২
Doctor, German,
রানা তানরিফেরদি
জার্মানিতে বসবাসরত তরুণ মুসলিমদের অনেকেই বৈষম্যের শিকার হচ্ছেন এমন অভিযোগ করা হচ্ছে।

জার্মানে জন্ম গ্রহণ করা মুসলিম নারী রানা তানরিফেরদি জানান, তারা এমনভাবে মুসলিমদের দিকে তাকায় যেনো মনে হয় আমরা এদেশের কেউ না। অনুভুতিটা এমন যে, আমি যতই জার্মানি হতে চাই না কেন মনে হবে আমি তাদের থেকে ভিন্ন।

ডয়চে ভেলেকে এই তরুণী শিক্ষার্থী আরও জানান, তার জন্ম ও বেড়ে ওঠা বার্লিনে। কিন্তু ছোট বেলা থেকে অনেককেই বৈষম্যের শিকার হতে দেখেছেন। তারা মুসলিমদের সমান চোখে দেখে না।

তিনি জানান, ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় একবার স্কুলট্রিপে স্থানীয় একটি জনস্বাস্থ্য কেন্দ্রে যাই। আমার মা সেখানকার চিকিৎসক ছিলেন। একজন শিক্ষক জনস্বাস্থ্য কেন্দ্রটি আমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন আর চিকিৎসক ও অন্যান্য কর্মীদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছিলেন। ঠিক তখনই আমার মা হেটে যাচ্ছিলেন, আর শিক্ষক তাকে একজন পরিচ্ছন্নতাকর্মী বলে পরিচয় করে দিলেন।

জার্মানিতে মসজিদেও ওপরও হামলার ঘটনা কম ঘটেনি। সরকারি হিসেব মতে গত বছর এরকম ১৮৪টি ঘটনা ঘটেছে।   

রানা তানরিফেরদি জার্মানিতে এই বৈষম্যের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছেন। তিনি চান এদেশে যেনো মুসলিমরা কোনো বৈষম্যের শিকার না হয়। তারাও যেনো সমঅধিকার পায়।

এমকে

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৩৯০২০৬ ৩০৫৫৯৯ ৫৬৮১
বিশ্ব ৪,০৩,৮২,৮৬২ ৩,০১,৬৯,০৫২ ১১,১৯,৭৪৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • আন্তর্জাতিক এর সর্বশেষ
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়