smc
logo
  • ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০, ৫ কার্তিক ১৪২৭

কিশোরীর বাথরুমে উঁকি দেয়ায় কারাগারে

  আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

|  ২৪ সেপ্টেম্বর ২০২০, ১১:৩৩ | আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ১২:০৩
Prisoner for peeking into a teenager's bathroom
ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার এক রেস্তোরাঁয় এক কিশোরী বাথরুমে গিয়ে হঠাৎ দেখেন একজন উঁকি দিয়ে দেখছেন তাকে৷ পরে লোকটির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মামলা হয়েছে৷

ডানকানের পুলিশ প্রধান কার্ল লং জানান, অভিযুক্ত ৫৩ বছর বয়সী ডাগলাস লেনের বিরুদ্ধে মাদক সেবন, নগ্ন দেহ দেখতে অতি আগ্রহ দেখানোসহ বেশ কিছু অভিযোগ রয়েছে৷ গত ২০ বছরে তিনি বেশ কয়েকবার নানা অভিযোগে অভিযুক্ত হয়েছেন৷ গত রোববার যখন ঘটনাটি ঘটে তখন ১৫ বছর বয়সী কিশোরীর বাথরুম ব্যবহারের সময় লেনকে নীচে বসে বাথরুমের দিকে উঁকি দিতে দেখা যায়৷

কার্ল লং বলেন, ঘটনার পর লেন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ব্যর্থ হয়৷ কিশোরীর বাবা-মা ছাড়াও অনেকেই তখন একটা সফটবল টুর্নামেন্ট উপলক্ষে সেখানে ছিলেন৷ সবাই তাড়া করে লেনকে ধরে পুলিশের হাতে তুলে দেয়৷

কারাগারে গিয়ে মাথায় ব্যান্ডেজ এবং রক্তাক্ত নাক নিয়ে নিজের একটি ছবি তুলে প্রকাশ করেছেন লেন৷   

সোমবার আদালতে শুনানির সময় লেনের উকিল দাবি করেন, লেন জানতেনই না যে তিনি নারীদের বাথরুমে ঢুকে পড়েছেন৷ তবে এক রাত কারাভোগের পর লেন আপাতত জামিনে মুক্ত৷ নভেম্বরে তাকে আবার আদালতে হাজির হতে হবে৷

আরও পড়ুন 

এসএস

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৩৯০২০৬ ৩০৫৫৯৯ ৫৬৮১
বিশ্ব ৪,০৩,৮২,৮৬২ ৩,০১,৬৯,০৫২ ১১,১৯,৭৪৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • আন্তর্জাতিক এর সর্বশেষ
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়