• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মিয়ানমারে সংঘর্ষে নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৭ মার্চ ২০১৭, ১৪:৪০

মিয়ানমারের চীন সীমান্তবর্তী এলাকা কোকাংয়ে জাতিগত গেরিলাদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত ৩০ জন। এদের মধ্যে ৫ পুলিশ, সাধারণ মানুষ থাকলেও বেশিরভাগই গেরিলা যোদ্ধা।

সোমবার উত্তর-পূর্বাঞ্চলীয় শান প্রদেশের কোকাং এলাকার লাউক্কাই শহরের কাছে গেরিলারা স্থানীয় পুলিশের পোশাক পরে পুলিশ ও সেনা ছাউনি লক্ষ্য করে আকস্মিক হামলা চালালে সংঘর্ষ শুরু হয়।

পরে গেরিলাদের আরেকটি গোষ্ঠী শহরের কেন্দ্রস্থলে হামলা চালায়। এতে কামান ও হালকা অস্ত্র ব্যবহার করে তারা। জ্বালিয়ে দেয়া হয় শহরের একাংশ।

দীর্ঘদিন ধরে স্বাধীনতার দাবিতে কোকাংয়ে সশস্ত্র সংগ্রাম করে যাচ্ছে মিয়ানমার ন্যাশনালিটিস ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি-‘এমএনডিএএ’। কয়েক দশক ধরে চলা সংঘাত নিরসনে সু চি সরকার প্রচেষ্টা চালালেও তীব্র যুদ্ধে ব্যাহত হচ্ছে শান্তি প্রক্রিয়া।

এফএস/আরকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh