• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

অবৈধ অভিবাসীদের বৈধতা দেয়ার বিষয়ে সরকার কাজ করছে: মালয়েশিয়া

  ২২ সেপ্টেম্বর ২০২০, ১৬:১৯
Malaysia's Human Resources Minister Datuk Seri M. Saravanan and Bangladesh High Commissioner. Shahidul Islam
মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরি এম. সারাভানান ও বাংলাদেশের হাইকমিশনার মো. শহীদুল ইসলাম

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বৈধতা দেয়ার বিষয়ে সরকার কাজ করছে বলে মন্তব্য করেন দেশটির মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরি এম. সারাভানান। করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের নেয়া লকডাউনে নিজ দেশে আটকে পড়া শ্রমিকদের ফেরা না ফেরার বিষয়ে সিদ্ধান্ত খুব শিগগিরই জানানো হবে বলে জানান তিনি।

সোমবার (২১ সেপ্টেম্বর) নিজ কার্যালয়ে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মহ. শহীদুল ইসলামের সঙ্গে এক বৈঠক তিনি এ মন্তব্য করেন।

বৈঠকে ছুটিতে আটকে পড়া বাংলাদেশি কর্মীদের কাজে যোগদান, অবৈধদের বৈধতা প্রদান, শ্রম কল্যাণ এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। হাইকমিশনার করোনা পরিস্থিতির শিকার হয়ে বাংলাদেশি কর্মীদের নিজ দেশে ফেরত না পাঠিয়ে নিয়োগকর্তা পরিবর্তনের সুযোগ প্রদান করায় মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানান।

একই সঙ্গে হাইকমিশনার করোনা নিয়ন্ত্রণের সফলতার জন্য মালয়েশিয়া সরকারের প্রশংসা করেন। এসময় মন্ত্রী বাংলাদেশে দৃঢ়তার সাথে করোনা মোকাবেলায় নেতৃত্ব প্রদান এবং বিদেশে থাকা বাংলাদেশি নাগরিকদের বিশেষ আর্থিক সহযোগিতা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন।