• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

অস্ট্রেলিয়ার উপকূলে ৯০ তিমির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২২ সেপ্টেম্বর ২০২০, ১৪:৪৬
90 whales dead in mass stranding off Tasmania in Australia
বিবিসি থেকে নেয়া

অস্ট্রেলিয়ার উদ্ধারকারীরা জানিয়েছে, তাসমানিয়ার উপকূলে আটকে পড়া ২৭০টি তিমির মধ্যে অন্তত ৯০টি মারা গেছে। আরও তিমি মারা যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

তবে মঙ্গলবার ২৫টি তিমি উদ্ধার করতে সক্ষম হয়েছে উদ্ধারকারী। এখন তাদের সাগরে ভাসিয়ে দেয়ার কাজ চলছে।

সোমবার তাসমানিয়ার পশ্চিম উপকূলের অগভীর পানি আটকা পড়ে ওই পাইলট তিমিগুলো। তবে তিমিগুলো কেন উপকূলে এসেছিল তা এখন স্পষ্ট নয়।

সমুদ্র বিষয়ক জীববিজ্ঞানীরা বলছেন, এই তিমিগুলোকে উদ্ধার করতে কয়েকদিন পর্যন্ত লাগতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, এই অঞ্চলে তিমিরা প্রায়ই উপকূলে আসে। কিন্তু আটকে পড়া তিমিগুলোর আকার অনেক বড়। এক দশকের বেশি সময়ের মধ্যে এত বড় পাইলট তিমি এই অঞ্চলে দেখা যায়নি।

তাসমানিয়া মেরিন কনজারভেশন প্রোগ্রামের উদ্ধারকারীরা সোমবার ঘটনাস্থলে গিয়ে অন্তত তিন জায়গায় তিমিগুলো আটকে থাকতে দেখে। প্রায় ২০০টি তিমি বালুর মধ্যে আটকা পড়ে। সেখান থেকে কয়েকশ’ মিটার দূরে আটকা পড়ে ৩০টি তিমি। আর অপর ৩০টি স্থলভাগের আরও নিকটবর্তী স্থানে আটকা পড়ে।

অধিকাংশ তিমিই এমন জায়গা আটকা পড়েছে যে, তাদের উদ্ধারে বেশ বেগ পেতে হচ্ছে উদ্ধারকারীদের। তবে কিছু তিমি যেগুলো গভীর পানির কাছাকাছি ছিল, সেগুলোকে সমুদ্রে ছেড়ে দেয়া সম্ভব হয়েছে।

উল্লেখ্য, এর আগে ২০০৯ সালে তাসমানিয়ার উপকূলে বিপুল সংখ্যক তিমি আটকা পড়েছিল। ওই সময় প্রায় ২০০টি তিমি আটকা পড়েছিল।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু
কিডনি দিয়ে স্বামীকে বাঁচানো ববিতার প্রাণ গেল ছিনতাইকারীদের হাতে
মৃত্যুর কারণ জানা গেল মহাসড়কে পড়ে থাকা সেই হাতির
তীব্র গরমে বছরে ১৯ হাজার শ্রমিকের মৃত্যু
X
Fresh