• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

করোনার মধ্যেই যুক্তরাষ্ট্রে পার্টি, গোলাগুলিতে নিহতের ঘটনায় গ্রেপ্তার হয়নি কেউ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২০ সেপ্টেম্বর ২০২০, ১০:১৩
Party shootings in the United States, 2 killed
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে একটি পার্টিতে গোলাগুলির ঘটনায় দুজন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১৪ জন।

এ ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে নিউইয়র্ক পুলিশের ভারপ্রাপ্ত প্রধান মার্ক সিমন্স বলেন, করোনা মহামারির মধ্যে এ ধরনের পার্টির আয়োজন মোটেও নিরাপদ নয়

শনিবার ভোরের দিকে নিউইয়র্কের রোচেস্টারে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানানো হয়নি। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।

নিউইয়র্ক পুলিশের ভারপ্রাপ্ত প্রধান মার্ক সিমন্স বলেন, যখন গোলাগুলি হয় তখন ১শ’ মানুষ ওই পার্টিতে ছিলেন।

ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ২ লাখ ৩ হাজার ৮২৪ জন এখন পর্যন্ত মারা গেছেন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। এই পর্যন্ত ৬৯ লাখ ৬৭ হাজার ৪০৩ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে।

এসএস

এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র থেকে আরও ১৩০ কোটি ডলারের অস্ত্র কিনছে ইসরায়েল
জাতিসংঘে ফিলিস্তিনের সদস্যপদ আটকে দিল যুক্তরাষ্ট্র
ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র ক্রিকেটের দায়িত্বে বাংলাদেশের বিশ্বকাপজয়ী সাবেক কোচ
X
Fresh