• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

নারকেল গাছে উঠে বক্তব্য দিলেন শ্রীলঙ্কার মন্ত্রী! (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৯ সেপ্টেম্বর ২০২০, ২০:৫৮
Arundika Fernando
অরুণডিকা ফার্নান্দো

দেশে নারকেলের সংকট চলছে। ফলন কীভাবে বাড়বে তা জনসাধারণকে অভিনব কাণ্ড ঘটিয়েছেন মন্ত্রী। নারকেল গাছে চড়ে সেখান থেকেই জনতার উদ্দেশে ভাষণ দিলেন তিনি।

অবাক করার মতো এই ঘটনা ঘটিয়েছেন শ্রীলঙ্কার নারকেল মন্ত্রী অরুণডিকা ফার্নান্দো। তবে স্বাস্থ্য ভারী হওয়ায় গাছে উঠতে বেশ বেগ পোহাতে হয়েছে মন্ত্রীকে। ইতোমধ্যে গাছে চড়ার ভিডিও ভাইরাল হয়েছে।

গাছে চড়ে মন্ত্রী ফার্নান্দো জানান, দ্বীপরাষ্ট্রে এবার ৭০০ মিলিয়ন নারকেলের অভাব। এজন্য মূলত দুটি কারণ তুলে ধরেছেন তিনি। প্রথম কারণ হলো, স্থানীয় শিল্পাঞ্চলে বিপুল চাহিদা, দ্বিতীয়, স্থানীয়রা বাসিন্দারাও আগের তুলনায় বেশি নারকেল খাচ্ছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বর্তমানে শ্রীলংকায় নারকেলের আকাল দেখা দিয়েছে, তাতে বেশ সমস্যায় পড়েছেন শ্রীলঙ্কাবাসী। এই সমস্যা মেটাতে নারকেলের দাম কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে দ্বীপরাষ্ট্রের সরকার। এসব বিষয়ে কথা বলেন ফার্নান্দো।

তবে কথা শেষে গাছ থেকে নামতে গিয়ে বেশ বিপদে পড়েন তিনি। দলের সদস্য-সমর্থরা জানায়, অরুণডিকা ফার্নান্দোকে নারকেল গাছ থেকে নামাতে রীতিমতো হিমশিম খেয়ে হয়েছে তাদের।

আরও পড়ুন

জিএ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টেস্ট অভিষেকেই আইসিসি থেকে সুসংবাদ পেলেন হাসান 
বড় হারে সিরিজ শেষ বাংলাদেশের
পরাজয়ের শঙ্কা নিয়ে চতুর্থ দিন পার বাংলাদেশের
দ্বিতীয় সেশনে লঙ্কানদের প্রাপ্তি ৪ উইকেট
X
Fresh