• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

যুক্তরাষ্ট্রে পার্টিতে গুলির ঘটনায় নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৯ সেপ্টেম্বর ২০২০, ১৭:৩৭
Two dead in US house party shooting
সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের রোচেস্টার শহরে একটি পার্টি গুলির ঘটনায় অন্তত দুইজন নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আহত হয়েছে আরও ১৪ জন।

শনিবার স্থানীয় পুলিশ প্রধান মার্ক সিমন্স বলেছেন, নিহতরা একজন নারী ও পুরুষ। তাদের বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে।

পুলিশ জানিয়েছে, আহত ১৪ জনকে দুটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে তাদের আঘাত প্রাণঘাতী নয় বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাস্থলে গিয়ে সিমন্স বলেছেন, এটা সত্যিকার অর্থেই একটা ট্র্যাজেডি। তিনি বলেন, বন্দুক হামলার খবর পেয়ে অফিসাররা ঘটনাস্থলে পৌঁছালে ‘প্রায় ১০০ জনকে’ সেখান থেকে পালিয়ে যেতে দেখেন। তিনি বলেন, ওই গুলির ঘটনা ঘটার আগে পুলিশ পার্টির ব্যাপারে অবগত ছিল না।

সিমন্স বলেন, এটা আরেকটা ট্র্যাজেডি কেননা মানুষজন করোনাভাইরাসের মধ্যেই নিজেদের বাড়িতে অবৈধ, অনুমতিহীন পার্টি করছে। আর যখন অ্যালকোহল ও সহিংসতা যোগ হয়, তখন তা এ ধরনের ঘটনা ঘটে।

এখনও পর্যন্ত কাউকে আটক করা যায়নি বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। এই গুলির ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত কিনা সেটিও জানাতে পারেননি তিনি।

এমন এক সময় এই গুলির ঘটনা ঘটলো যখন ড্যানিয়েল প্রুড নামে একজন কৃষ্ণাঙ্গকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় ব্যাপক চাপের মুখে রয়েছে শহরটির পুলিশ। তবে ওই ঘটনার সঙ্গে শনিবারের বন্দুক হামলার কোনও সম্পর্ক নেই বলে জানিয়েছেন কর্মকর্তারা।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পার্টিতে পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে : রওশন এরশাদ
টিকটক নিষিদ্ধে বিল পাস যুক্তরাষ্ট্রের
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো, গণগ্রেপ্তার
X
Fresh