• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

আন্তর্জাতিক রুটে সৌদি ফ্লাইট শুরু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৭ সেপ্টেম্বর ২০২০, ২২:৩৯
Saudi Airlines
সৌদি এয়ারলাইন্স

করোনাভাইরাসের কারণে প্রায় ছয় মাস বন্ধ থাকার পর আন্তর্জাতিক রুটগুলোতে ফ্লাইট চলাচল শুরু করেছে সৌদি আরব।

সৌদি আরবের বেসামরিক বিমান কর্তৃপক্ষ এ বিষয়ে এয়ারলাইন্সগুলোকে বিস্তারিত জানিয়েছে।

কর্তৃপক্ষ বলছেন, বৈধ ভিসা ও বৈধ ইকমা (সৌদি আরবে কাজ করার অনুমিত) যাদের রয়েছে, তারা এখন থেকে সৌদি আরবে আসা-যাওয়া করতে পারবেন।

বাংলাদেশ বিমান এয়ারলাইন্স মধ্যপ্রাচ্যের দেশটির চারটি রুটে সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করে থাকে। রুটগুলো হলো- রিয়াদ, জেদ্দা, দাম্মাম ও মদিনা।

অন্যদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, সৌদি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পর তারা সৌদি আরবে ফ্লাইট পরিচালনা পুনরায় শুরু করবেন। অনুমোদন পাওয়ার পর সাধারণ যাত্রীদের বিমানের সময়সূচি সম্পর্কে জানানো হবে।

সূত্র- ইউএনবি

জিএ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাঝ আকাশে অসুস্থ পাইলট, কলকাতা থেকে ঢাকায় জরুরি অবতরণ
সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন ওবায়দুল কাদের
X
Fresh