• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

সৌদি আরবে ১ লাখ ২০ হাজার বছরের পায়ের ছাপের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৭ সেপ্টেম্বর ২০২০, ১৬:১৮
Human footprints dating back 120,000 years found in Saudi Arabia
সংগৃহীত

সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাবুক প্রদেশে ১ লাখ ২০ হাজার বছর আগের মানুষ ও প্রাণির পায়ের ছাপ খুঁজে পাওয়ার দাবি করেছেন গবেষকরা। পায়ের ওই ছাপ শুকিয়ে যাওয়া পুরনো একটি হ্রদ থেকে পাওয়া গেছে।

যেখানে পায়ের ছাপ পাওয়া গেছে, সেখানে একটি অগভীর হ্রদে হোমো সেপিয়েন্সের একটি ছোট দল পানি পান করার জন্য থেমেছিল। সেখানে এখনকার প্রজাতির উট, মহিষ বা হাতির বড় প্রজাতির প্রাণীরা প্রায়ই পানি পান করতে যেতো।

আজ বৃহস্পতিবার রিয়াদে এক সংবাদ সম্মেলনে হেরিটেজ অথরিটি নতুন এই প্রত্মতাত্ত্বিক আবিষ্কারের কথা ঘোষণা দেয়।

সৌদি ও আন্তর্জাতিক প্রত্মতাত্ত্বিকদের একটি টিম শুকিয়ে যাওয়া ওই প্রাচীন হ্রদের আশেপাশে মানুষ, উট, হাতি, বন্য প্রাণী ও শিকারি প্রাণীর পায়ের চিহ্ন পেয়েছে।

হেরিটেজ অথরিটির প্রধান নির্বাহী ড. জাসের আল হারবিশ বলেছেন, তারা মানুষের সাতটি, উটের ১০৭টি, হাতির ৪৩টি এবং অন্যান্য প্রাণীর পায়ের ছাপ খুঁজে পেয়েছে।

এছাড়াও ওই টিম হাতির ২২৩টি ফসিল এবং গেজেল বোন পেয়েছে। শিকারি পশুরও অস্তিত্ব পাওয়া গেছে।

উল্লেখ্য, গত দশক থেকেই গবেষকেরা বলে আসছেন যে- সৌদি আরবের পরিস্থিতি সব সময় একরকম ছিল না। প্রাকৃতিক জলবায়ু পরিবর্তনের কারণে অনেক সবুজ এবং আর্দ্র অবস্থায় ছিল। শেষ ইন্টারগ্লেসিয়াল যুগে এ অবস্থা সৃষ্টি হয়েছিল।

আরও পড়ুন: ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে না কাতার

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রিয়াদে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
ইসরায়েলকে সহায়তা প্রসঙ্গে যা জানাল সৌদি আরব
কোরবানির ঈদের সম্ভাব্য তারিখ
ওমরাহ ভিসার মেয়াদে পরিবর্তন
X
Fresh