• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জাপানের নতুন প্রধানমন্ত্রী হলেন সুগা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৬ সেপ্টেম্বর ২০২০, ১১:৪৬
Japan's Suga formally voted in as PM
সংগৃহীত

জাপানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন ইয়োশিহিদে সুগা। বুধবার দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ তাকে জাপানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করে। প্রায় আট বছর পর এই জাপান নতুন প্রধানমন্ত্রী পেলো। অসুস্থতার কারণে শিনজো আবে পদত্যাগ করায় সুগার প্রধানমন্ত্রী হওয়ার পথ খুলে যায়।

আবে’র মন্ত্রিসভার প্রায় অর্ধেক সদস্য রদবদল করতে পারেন সুগা। ৭১ বছর বয়সী সুগা দীর্ঘদিন আবের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। আবেনোমিক্স, কাঠামোগত সংস্কারসহ কৌশলগত বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন সুগা।

জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দীর্ঘ সময় পর্যন্ত প্রায় আট বছর ক্ষমতায় থাকার পর অসুস্থতার কারণে নিজের পদ ছেড়ে দেন আবে। আবে’র প্রশাসনে মন্ত্রী পরিষদের প্রধান সচিব হিসেবে দায়িত্বরত ছিলেন সুগা।

পার্লামেন্টের নিম্নকক্ষের নির্বাচনে ৪৬২টি ভোট পড়ে। এরমধ্যে ৩১৪টি ভোট পান তিনি। তবে পার্লামেন্টের উচ্চকক্ষেও নির্বাচিত হতে পাবে সুগাকে। সেখানেও তিনি জয়ী হবেন বলে ধারণা করা হচ্ছে।

এর আগে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যেটিক পার্টির (এলডিপি) বিপুল সমর্থন পান সুগা। তবে তার সামনে বড় কিছু চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত হওয়া অর্থনীতি পুনরুদ্ধার ও দ্রুত বয়স বাড়তে থাকা জনগোষ্ঠীর মতো সমস্যা মোকাবিলা করতে হবে সুগাকে।

আরও পড়ুন

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অনুমোদন পেল ৩৪৩৪ কোটি টাকার ১৪ প্রস্তাব
১০ হাজার টন চিনি কিনবে সরকার
করোনায় আরও একজনের মৃত্যু
যে কারণে ইফতার পার্টি না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
X
Fresh