• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো নেপাল

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৬ সেপ্টেম্বর ২০২০, ১০:২৮
Earthquake strikes Nepal, no casualties reported
প্রতীকী ছবি

মাঝারি মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্পে কেঁপে উঠেছে নেপাল। বুধবার সকালে ওই ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে, তা রাজধানী কাঠমান্ডুতেও অনুভূত হয়েছে।

নেপালের সিসমোলজি কেন্দ্র জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রার ছিল ৬। তবে ইউরোপিয়ান-মেডিটেরানিয়ান সিসমোলজি সেন্টার বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৩।

ভূমিকম্পটির কেন্দ্র ছিল রাজধানী কাঠমান্ডুর ১০০ কিলোমিটার পূর্বে অবস্থিত রামচে শহরে। ওই এলাকাটি চীনের সীমান্তবর্তী তিব্বত অঞ্চলের কাছাকাছি।

নেপালের পুলিশ জানিয়েছে, তারা এ পর্যন্ত কোনও হতাহত বা ক্ষয়ক্ষতি খবর পায়নি।

করোনাভাইরাস মহামারির মধ্যে এই ভূমিকম্প ২০১৫ সালের ২৫ এপ্রিলের ভয়াবহ স্মৃতি ফিরিয়ে এনেছে নেপালে। যদিও পাঁচ বছর আগের সেই ভূমিকম্প ছিল অনেক বেশি শক্তিশালী। রিখটার স্কেলে সেটির তীব্রতা ছিল ৭.৮।

ওই ভূমিকম্প পুরো নেপালকে কাঁপিয়ে দিয়েছিল। দুর্যোগে লণ্ডভণ্ড অবস্থা হয়েছিল দেশটির। ধ্বংসস্তূপ থেকে প্রায় ৯ হাজার মানুষের দেহ উদ্ধার হয়েছিল। আহতের সংখ্যা ছিল ২২ হাজার। এটা যদিও বেসরকারি হিসাব। সরকারি হিসাবও হতাহতের সংখ্যা খুব কম নয়। শুধু সরকারি হিসাবেই সেই কম্পনে মৃত্যু হয়েছিল ৭৭৪৯ জনের। আহত ১৭ হাজারের বেশি।

আরও পড়ুন

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কয়েক ঘণ্টায় ৮০ বারেরও বেশি কেঁপে উঠল তাইওয়ান
বাংলাদেশ-নেপালের বিদ্যমান বাণিজ্য সম্পর্কে সন্তুষ্টি সচিবদের
ভূমিকম্পে কেঁপে উঠল চট্টগ্রাম
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউগিনি
X
Fresh