• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

সিরিয়ার প্রেসিডেন্টকেও হত্যা করতে চেয়েছিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৫ সেপ্টেম্বর ২০২০, ২৩:৫৪
সিরিয়ার প্রেসিডেন্টকেও হত্যা করতে চেয়েছিলেন ট্রাম্প
ছবি: সংগৃহীত

মঙ্গলবার ফক্স নিউজ চ্যানেলের নিয়মিত এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন ইরানের জনপ্রিয় নেতা জেনারেল কাসেম সোলেইমানির মতো সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকেও তিনি হত্যা করতে চেয়েছিলেন, কিন্তু সাবেক মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী জেমস ম্যাটিসের বিরোধিতায় তিনি এ পরিকল্পনা কার্যকর করতে পারেননি।

চ্যানেলটির ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’-এ অংশ নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমি চাইলে তাকে (আসাদ) সরিয়ে দিতে পারতাম, কিন্তু ম্যাটিস এর বিরুদ্ধে ছিলেন। ম্যাটিস বেশিরভাগ বিষয়েরই বিরুদ্ধে ছিলেন, তিনি জানেন না কীভাবে জিততে হয়।’

ম্যাটিস ২০১৮ সালের ২০ ডিসেম্বর মন্ত্রিত্ব থেকে পদত্যাগের ঘোষণা দেন। অবশ্য সেসময় কোনও প্রমাণ উপস্থাপন ছাড়াই ট্রাম্প দাবি করেছিলেন, ম্যাটিস পদত্যাগ করেননি, তাকে বরখাস্ত করেছেন তিনি। সূত্র: দ্য গার্ডিয়ান।

এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পর্নো তারকাকে ঘুষ দেওয়ার মামলায় ট্রাম্পের বিচার শুরু
নিজেকে যে কারও চেয়ে বেশি ইসরায়েলপন্থী দাবি ট্রাম্পের
জরিপে জনপ্রিয়তায় এগিয়ে ট্রাম্প
ট্রাম্পের সঙ্গে নিজের পার্থক্য তুলে ধরলেন বাইডেন
X
Fresh