• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রশংসা তুরস্কের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ সেপ্টেম্বর ২০২০, ২১:১৭
Turkey hails Bangladesh for hosting Rohingya refugees
সংগৃহীত

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রশংসা করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলু। কয়েক লাখ রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেয়ায় তিনি বাংলাদেশকে ধন্যবাদ জানান।

সোমবার তুরস্কের রাজধানী আঙ্কারায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রশংসা করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, আমরা জানি এটা বাংলাদেশের জন্য একটি বিশাল বোঝা এবং বড় দায়িত্ব। ৪০ লাখের বেশি শরণার্থীকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ, তাই এটা তাদের কাঁধে একটি বড় দায়িত্ব। আমরা তাদের প্রচেষ্টার প্রশংসা করি।

চাভুসোগলু বলেন, তুরস্ক এবং দেশটির সব সংগঠন রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে এবং বাংলাদেশ সহায়তা করছে।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকীর শুভেচ্ছাও জানান।

এসময় চাভুসোগলু আরও বলেন যে, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্যের পরিমাণ প্রায় ১০০ কোটি ডলার। এটা ২০০ কোটি ডলারে উন্নীত করার ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে সোমবারের ওই বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে আলোচনা হয়।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৯ মার্চ)
নিউইয়র্কে বাংলাদেশির মৃত্যু নিয়ে পুলিশের বক্তব্যে ভাইয়ের বিরোধিতা
প্রতি বছর দূষণে প্রাণ হারাচ্ছেন পৌনে ৩ লাখ বাংলাদেশি
বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের সমরাস্ত্র প্রদর্শনীতে অংশগ্রহণ
X
Fresh