• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় ইরানপন্থী ১০ যোদ্ধা নিহত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ সেপ্টেম্বর ২০২০, ২০:৫৩
Suspected Israeli strikes in Syria kill 10 pro-Iran fighters
সংগৃহীত

সিরিয়ায় সন্দেহভাজন ইসরায়েলি বিমান হামলায় ইরানপন্থী ১০ জন যোদ্ধা নিহত হয়েছে। সোমবার ওই বিমান হামলার ঘটনা ঘটে।

যুদ্ধবিধ্বস্ত দেশটির দেইর ইজ্জর প্রদেশের আলবু কামাল শহরের দক্ষিণে ওই যোদ্ধাদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ওই হামলা আটজন ইরাকি ও দুইজন সিরিয়ান যোদ্ধা নিহত হয়েছে।

অবজারভেটরির প্রধান রামি আব্দেল রাহমান বলেছেন, হামলায় অস্ত্র গুদাম ও গাড়ি ধ্বংস হয়েছে। এই হামলা ‘সম্ভবত’ ইসরায়েল চালিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, দেইর ইজ্জরে এর আগে এ ধরনের হামলার চালিয়েছে ইসরায়েল। তবে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম বা ইহুদি দেশটি সাধারণত এ ধরনের হামলার কথা স্বীকার করে না।

সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন একটি জোটও উপস্থিত রয়েছে। সেখানে ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে কুর্দিশ বাহিনী কয়েক বছর সহায়তা করেছে তারা।

গত ৩ সেপ্টেম্বর পূর্বাঞ্চলীয় সিরিয়ায় একই ধরনের বিমান হামলায় ইরানপন্থী ১৬ জন যোদ্ধা নিহত হয়। অবজারভেটরি তখন জানিয়েছিল যে, এই হামলাও ইসরায়েল চালিয়েছে।

পর্যবেক্ষক সংস্থাটি বলছে, কি ধরনের বিমান, গোলাবারুদ ব্যবহার করা হয় সেটির ভিত্তিতে এ ধরনের বিমান হামলায় কে চালিয়েছে তা জানা যায়।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বলিউড নির্মাতাদের নিয়ে ইমরান হাশমির বিস্ফোরক মন্তব্য
ইরাক ও সিরিয়ায় হামলা চালালো যুক্তরাষ্ট্র
মার্কিন সামরিক মিশন বন্ধের ঘোষণা ইরাকের
X
Fresh