• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সৌদিতে মঙ্গলবার থেকে শিথিল হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ সেপ্টেম্বর ২০২০, ১৫:০৫
Saudi Arabia to ease COVID-19 international travel restrictions on Tuesday
সংগৃহীত

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার থেকে দেশটিতে আন্তর্জাতিক ফ্লাইট আংশিক শিথিল করা হবে। করোনাভাইরাস মহামারির বিস্তার রোধে ছয় মাসে আন্তর্জাতিক বিমান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করেছিল সৌদি আরব।

আগামী বছরের ‘১ জানুয়ারির পর’ সৌদি নাগরিকদের জন্য আকাশ, স্থল ও সমুদ্র চলাচলের ক্ষেত্রে সব বিধিনিষেধ উঠে যাবে বলে জানিয়েছে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে ঠিক কবে থেকে এই বিধিনিষেধ উঠে যাবে তা ডিসেম্বর ঘোষণা করা হবে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, করোনায় আক্রান্ত না হলে বৈধ রেসিডেন্সি পারমিট বা ভিসাধারী গালফ দেশগুলোর নাগরিক এবং সৌদি নাগরিক নন এমন ব্যক্তিরা মঙ্গলবার থেকে সৌদি আরবে প্রবেশ করতে পারবে।

সৌদি সরকারের কর্মী ও সেনাবাহিনী কর্মকর্তা, দূতাবাসের কর্মী, শিক্ষার্থী এবং চিকিৎসা প্রয়োজনে মানুষজন সৌদি আরবে প্রবেশ করতে ও বের হতে পারবে।

এদিকে ওমরাহ হজের বিষয়ে আরও পরে জানানো হবে বলেও জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে গত মার্চ মাসে আন্তর্জাতিক বিমান চলাচল স্থগিত করে সৌদি আরব। এর ফলে দেশি-বিদেশি বহু মানুষ আটকা পড়ে দেশটিতে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সৌদিতে ভারী বৃষ্টিপাতে ডুবে গেছে রাস্তাঘাট
রিয়াদে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
ইসরায়েলকে সহায়তা প্রসঙ্গে যা জানাল সৌদি আরব
কোরবানির ঈদের সম্ভাব্য তারিখ
X
Fresh