• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

তুরস্ককে ঠেকাতে বিপুল পরিমাণ অস্ত্র কিনছে গ্রিস 

আন্তর্জাতিক ডেস্ক

  ১৩ সেপ্টেম্বর ২০২০, ১৭:৩৯
Greece, Turkey,
অস্ত্র কিনছে গ্রিস 

সম্প্রতি তুরস্ক ও গ্রিস মুখোমুখি অবস্থান নিয়েছে। দুটি দেশই পূর্ব ভূমধ্যসাগরে কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য প্রস্তুত।

তুরস্কের সঙ্গে ক্রমবর্ধমান এই উত্তেজনার মধ্যেই গ্রিস বিপুল পরিমাণ অস্ত্র কেনার কথা ঘোষণা দিয়েছে। খবর বিবিসির।

১৮টি ফরাসী রাফালে যুদ্ধবিমান, চারটি ফ্রিগেট এবং চারটি নৌবাহিনীর হেলিকপ্টার এই নতুন অস্ত্র তালিকায় রয়েছে।

এছাড়া আগামী ৫ বছরের মধ্যে দেশটির সেনাবাহিনীতে আরও ১৫ হাজার সৈন্য যোগ করা হবে। জানিয়েছেন গ্রিক প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস।

এখানেই শেষ না, নৌবাহিনীর জন্য টর্পেডো, ট্যাংক-বিধ্বংসী অস্ত্র এবং বিমান বাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র কিনতে যাচ্ছে গ্রিস।

জানা গেছে, গত দু'দশকের মধ্যে এটিই হবে গ্রিসের সবচেয়ে বড় আকারের অস্ত্র ক্রয়।

সম্প্রতি পূর্ব ভূমধ্যসাগরে গ্যাসের মজুত অনুসন্ধানকে কেন্দ্র করে গ্রিস ও তুরস্কের মধ্যে উত্তেজনা ব্যাপকভাবে বেড়ে যায়। এ নিয়ে গ্রিক প্রধানমন্ত্রী কিরিয়াকোস বলছেন, 'সশস্ত্রবাহিনীকে আরও শক্তিশালী করার সময় এসেছে আমাদের। এবারের অস্ত্র ক্রয় এমন একটি কর্মসূচি যা দেশের জন্য ঢাল হিসেবে কাজ করবে।'

এদিকে তুরস্ক সম্প্রতি গ্রীক দ্বীপ কাস্তেলোরিজোর জলসীমার কাছে তেল অনুসন্ধানী গবেষণা জাহাজ পাঠিয়েছে, এলাকাটির দক্ষিণ-পশ্চিম তুরস্ক থেকে কিছুটা দূরে অবস্থিত। এর জবাবে গ্রিস কয়েকটি ইউরোপীয় দেশ এবং সংযুক্ত আরব আমিরাতকে সাথে নিয়ে সেখানে একটি নৌ মহড়া চালায়।গ্রিসকে সমর্থন দিয়ে যাচ্ছে ফ্রান্স। ফরাসী প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, তুরস্ক যে আচরণ করছে তা গ্রহণযোগ্য নয় এবং এ বিষয়ে তাদের সঙ্গে স্পষ্ট ও শক্ত আচরণ করা জরুরি।

আরও পড়ুন

এম

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে কাতারের আমির
ঢাকায় কাতারের আমির, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক আজ
বুধবার থাইল্যান্ড সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হচ্ছে পাঁচ চুক্তি
সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী
X
Fresh